আজকাল ওয়েবডেস্ক: গত মরশুমে কলকাতা লিগে ইস্টবেঙ্গলকে চ্যাম্পিয়ন ঘোষণা করতে আর কোনও বাধা রইল না। কলকাতা হাইকোর্টে ধাক্কা খেল ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব। শুক্রবার হাইকোর্টে শুনানি ছিল। বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্য জানান, ডায়মন্ড হারবার ক্লাবের আবেদনে যে অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল, সেটা বাতিল করা হয়েছে। যার ফলে ইস্টবেঙ্গলকে গত মরশুমের কলকাতা লিগ চ্যাম্পিয়ন ঘোষণা করতে আরও কোনওরকমের বাধা থাকল না। ডায়মন্ড হারবার ক্লাব অভিযোগ করেছিল, ইস্টবেঙ্গলকে অন্যায়ভাবে গত মরশুমে কলকাতা লিগ চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়েছে। আলিপুর জেলা আদালত প্রথমে ডায়মন্ড হারবারের পক্ষে রায় দেয়। জানিয়ে দেওয়া হয়, ইস্টবেঙ্গলকে চ্যাম্পিয়ন ঘোষণা করা যাবে না।
এই রায়ের বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ হয় আইএফএ। মামলা চলছিল। শুক্রবার জানিয়ে দেওয়া হয়, আলিপুর জেলা আদালতের রায় আইনসম্মত নয়। কিন্তু এখনও লিখিতভাবে কোর্টের পক্ষ থেকে কিছু জানানো হয়নি। যতদিন না লিখিতভাবে কিছু জানানো হচ্ছে, কোনওরকম আনুষ্ঠানিক ঘোষণা করতে পারবে না আইএফএ। প্রসঙ্গত, গত মরশুমে ইস্টবেঙ্গল ম্যাচ পিছনোর অনুরোধ জানায় ডায়মন্ড হারবার ক্লাব। ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, একটানা কলকাতা ফুটবল লিগ, আই লিগ টু এবং রিলায়েন্স ফাউন্ডেশন লিগ খেলতে হচ্ছে তাঁদের। ফুটবলারদের ফিটনেসের কথা ভেবে ম্যাচ পিছিয়ে দেওয়ার দাবি জানানো হয়। কিন্তু সূচি বদলায়নি আইএফএ। নিজেদের অবস্থানে অনড় থাকে। দল নামায়নি ডায়মন্ড হারবার। নিয়ম অনুযায়ী মাঠে নেমে ৩০ মিনিট অপেক্ষা করে ইস্টবেঙ্গল দল। তারপর ম্যাচ পরিত্যক্ত করা হয়। ভবানীপুর আগেই ওয়াকওভার দেওয়ায় ৪৭ পয়েন্টে শেষ করে ইস্টবেঙ্গল। যার ফলে লাল হলুদকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়। এর বিরুদ্ধেই আদালতে গিয়েছিল ডায়মন্ড হারবার। কিন্তু ধাক্কা খেতে হল। এদিকে আরও একটি কলকাতা লিগ জয়ের দোরগোড়ায় দাঁড়িয়ে ইস্টবেঙ্গল। সোমবার ইউনাইটেড স্পোর্টস ক্লাবকে হারাতে পারলেই চ্যাম্পিয়ন হবে কলকাতার প্রধান। হাইকোর্টের রায়ের পর আগের বছরের লিগ জয় ধরা হলে, এবার ৪০তম বার কলকাতা লিগ জিতবে ইস্টবেঙ্গল।
