আজকাল ওয়েবডেস্ক:‌ আইসিসির প্রকাশিত ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে নাম নেই বিরাট কোহলি ও রোহিত শর্মার?‌ বুধবার এই খবরে শোরগোল পড়ে গিয়েছিল। জল্পনা ছড়াচ্ছিল, দুই ক্রিকেটার কী তাহলে একদিনের আন্তর্জাতিক ক্রিকেট থেকেও অবসর নেবেন। যদিও তেমনটা এখনই ভাবার কিছু নেই। কারণ আইসিসি কয়েক ঘণ্টার মধ্যেই জানিয়ে দেয়, টেকনিক্যাল সমস্যার জন্যই এটা হয়েছে।


আইসিসি জানিয়েছে, ‘‌টেকনিক্যাল সমস্যার জন্যই এটি হয়েছে। এই সপ্তাহের র‌্যাঙ্কিংয়ে এটি হয়েছে। গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’‌ র‌্যাঙ্কিং তালিকায় বেশ কয়েক ঘণ্টা পর বিরাট ও রোহিতের নাম যোগ করা হয়েছে। দেখা যায় একদিনের আন্তর্জাতিকে ব্যাটারদের তালিকায় রোহিত শর্মা আছেন দুই নম্বরে। আর বিরাট কোহলি আছেন চার নম্বরে।

 

আরও পড়ুন:‌ ডায়মন্ড হারবারের দ্বিতীয় গোল নিয়ে প্রশ্ন, রেফারির ওপর দোষ চাপাল ইস্টবেঙ্গল শিবির


এটা ঘটনা দুই তারকা টেস্ট ও আন্তর্জাতিক টি২০ থেকে অবসর নিয়েছেন। আছেন শুধু একদিনের আন্তর্জাতিকে। এর আগের র‌্যাঙ্কিংয়ে রোহিত ছিলেন দুইয়ে। আর বিরাট চারে। কিন্তু আচমকা রোহিত ও কোহলিকে আইসিসি–র তালিকায় না দেখে ক্রিকেটপাগলরা অবাক হয়ে যান। শুরু হয়ে যায় জল্পনা। কী কারণে দুই ক্রিকেটারের নাম নেই তালিকায়? প্রযুক্তিগত কোনও ত্রুটি কি? কারও মতে এটা আইসিসি–র ভুল। কেউ আবার মনে করছিলেন, দুই তারকা হয়তো অবসর নিয়ে ফেলেছেন। সেই কারণে তাঁদের নাম রাখা হয়নি। আসল ঘটনাই ধরা যাচ্ছে না। যে র‌্যাঙ্কিং বুধবার প্রথমে প্রকাশ করা হয়েছিল তাতে দেখা যায়, বাবর আজম উঠে এসেছেন দুই নম্বরে। শীর্ষস্থানে রয়েছেন শুভমান গিল। তবে বাকিদের নিয়ে সেরকম কোনও উৎসাহ ক্রিকেটপ্রেমীদের ছিল না। বিরাট–রোহিতের অন্তর্ধান রহস্যের কুলকিনারা করতে চাইছিলেন সবাই। সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং হয়ে যান বিরাট ও রোহিত। আইসিসি–র দিকে সমালোচনার তীর ছোড়া হলেও সর্বোচ্চ নিয়ামক সংস্থা প্রথমে সরকারি বিবৃতি দেয়নি। আসলে গত কয়েকমাস ধরে ভারতের দুই তারকা ক্রিকেটারকে নিয়ে যা চলেছে, তাতে ভক্তদের মনে  চিন্তার আর অন্ত নেই। সেই কারণেই ভক্তদের অনেকেই মনে করেছিলেন হয়তো দুই তারকা অবসরই নিয়ে ফেলেছেন। তারপর অবশ্য ভুল স্বীকার করে নেয় আইসিসি। প্রযুক্তিগত ত্রুটির কথা জানায়। তারপর ফের তালিকা প্রকাশ করা হয়। দেখা যায় রোহিত দুই নম্বরেই আছেন। আর বিরাট আছেন চারে।

 

আরও পড়ুন:‌ 'দিমি গড, ডুরান্ড কাপ, আরামসে', ইস্টবেঙ্গল হারতেই মোহনবাগান সুপার জায়ান্টের খোঁচা...


রোহিত ও বিরাট দু’‌জনেই দেশের হয়ে শেষ খেলেছেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে। পাঁচ ম্যাচে রোহিত করেছিলেন ১৮০ রান। ভারতীয়দের মধ্যে রানের তালিকায় তিনি ছিলেন চতুর্থ সর্বোচ্চ। সেই রোহিত ও বিরাট আইসিসির না থাকায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছিল। যদিও দেশীয় ক্রিকেট যে দিকে মোড় নিচ্ছে, তাতে অনেকেই মনে করছেন, ওয়ানডে ফরম্যাটেও রোহিত শর্মার দিন শেষ হয়ে এসেছে। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড চাইছে না রোহিত খেলুন। সম্ভবত অস্ট্রেলিয়ায় একদিনের সিরিজটা খেলেই আন্তর্জাতিক ওয়ানডেকেও বিদায় জানাবেন রোহিত। আর বিরাট কী করবেন তা অজানা।