আজকাল ওয়েবডেস্ক: বিশ্বাস করতে পারছিলেন না। রান আউট হওয়ার পর মিনিট খানেক ক্রিজের মধ্যেই মাথায় হাত দিয়ে দাঁড়িয়েছিলেন যশস্বী জয়সওয়াল। আর এরকম প্রতিক্রিয়া হবে নাই বা কেন। নিশ্চিত দ্বিশতরান হাতছাড়া হল ভারতীয় ওপেনারের। টেস্টের প্রথম দিন যে ছন্দে শুরু করেছিলেন ব্যাটিং এদিনও সেই একই তালে ব্যাট করছিলেন। প্রত্যেকটা বল মিডল করছিলেন। একটা যোগাযোগের ভুলে ফিরতে হল তাঁকে।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে নয়া দিল্লি টেস্টে দুর্দান্ত ইনিংসের শেষে দুঃস্বপ্নের মতো রান আউটে ফিরতে হল যশস্বী জয়সওয়ালকে। ১৭৫ রানের অসাধারণ ইনিংস খেলে আউট হলেন তিনি। ক্রিকেট মহলের মতে রান আউটটা পুরোপুরি এক ভুল বোঝাবুঝির ফল। উল্টোদিকে ছিলেন ক্যাপ্টেন শুভমান গিল। এক মারাত্মক মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের ফল হিসেবে উইকেট দিতে হল যশস্বীকে। ব্যাট করছিলেন জয়সওয়ালই। ক্যারিবিয়ান পেসারের বল তিনি একস্ট্রা কভারে মেরে সোজা দৌড়ান।

কিন্তু গিল বেরিয়ে এসেও তাঁকে বারণ করে দেন। ততক্ষণে যা হওয়ার হয়ে গিয়েছে। জয়সওয়াল এতটাই বেরিয়ে এসেছিলেন আর সময় মতো ক্রিজে ঢুকতে পারেননি। আউট হয়ে বলার অধিনায়ককে বলার চেষ্টা করেন যে কলটা তাঁর ছিল। শুভমান গিল বলার চেষ্টা করেন যে রানটা ছিল না, ফিল্ডারের হাতে বল ছিল। শেষে দু’জনই একে অপরের দিকে তাকিয়ে রইলেন অবিশ্বাস আর হতাশায় ভরা চোখে।

নিশ্চিত ডাবল সেঞ্চুরি হাতছাড়া করে মুখে একরাশ হতাশা নিয়ে প্যাভিলিয়নে ফিরতে হয় যশস্বীকে। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে প্রথমদিনের রাজা ছিলেন যশস্বী জয়সওয়ালই। ১৭৩ রানে অপরাজিত ছিলেন বাঁ হাতি ওপেনার। প্রথম দিনের ইনিংসে ছিল ২২টি চার। অল্পের জন্য শতরান হাতছাড়া করেন সাই সুদর্শন। ১৬৫ বলে ৮৭ রানে আউট হন আরেক বাঁ হাতি। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুই টেস্টের সিরিজে চালকের আসনে ভারত।

দ্বিতীয় টেস্টের প্রথম দিনের শুরুতে ২ উইকেট হারিয়ে টিম ইন্ডিয়ার রান ৩১৮। ক্রিজে আছেন যশস্বী জয়েসওয়াল এবং শুভমন গিল। ৬৮ বল খেলে ২০ রানে অপরাজিত ভারতের টেস্ট অধিনায়ক। টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন গিল। শুরুটা ভাল করেন যশস্বী এবং রাহুল। প্রথম উইকেটে ৫৮ রান যোগ করে। ৫৪ বলে ৩৮ করে আউট হন রাহুল। প্রথম দিনে ভারতের ইনিংসে একটি মাত্র ছয়।

যা এসেছে রাহুলের ব্যাট থেকে। যশস্বী, সাই কোনও ছক্কা হাঁকায়নি। দ্বিতীয় টেস্টের প্রথম দিন ওপেন করতে নেমে দিনের শেষে অপরাজিত থেকে প্যাভিলিয়নে ফেরেন যশস্বী। নিজের সপ্তম টেস্ট শতরান করেন বাঁ হাতি ওপেনার। ধরে ফেলেন শচীন তেন্ডুলকরকে। একমাত্র ভারতীয় হিসেবে ২৪ বছরের আগে সাতটি টেস্ট সেঞ্চুরি করেছিলেন মাস্টার ব্লাস্টার। এবার সেই নজির গড়লেন যশস্বী।

মাত্র ২৩ বছর বয়সে সমস্ত পরিবেশে, সব প্রতিপক্ষের বিরুদ্ধে একের পর এক শতরান করে চলেছেন। দ্বিতীয় কনিষ্ঠ ভারতীয় ক্রিকেটার হিসেবে সপ্তম টেস্ট শতরান তুলে নেন। পেছনে ফেলে দেন বিরাট কোহলি এবং সুনীল গাভাসকরকে। ২৪ বছরে পা রাখার আগে মাত্র তিনজন ক্রিকেটারের শতরানের সংখ্যা এর থেকে বেশি ছিল।

এলিট লিস্টের একনম্বরে রয়েছেন স্যার ডন ব্র্যাডম্যান। তাঁর শতরানের সংখ্যা ১২। দ্বিতীয় স্থানে শচীন তেন্ডুলকর।‌ তিনি ১১টি শতরান করেন। তিন নম্বরে স্যার গারফিল্ড সোবার্স (৯)। ভারতীয়দের মধ্যে ২৪ বছরে পা রাখার আগে একমাত্র শচীনের সাতটি একশো রয়েছে। সার্বিকভাবে এই তালিকায় রয়েছেন জাভেদ মিয়াঁদাদ, গ্রেম স্মিথ, অ্যালিস্টার কুক এবং কেন উইলিয়ামসন।