আজকাল ওয়েবডেস্ক: প্রথম টি-টোয়েন্টি বৃষ্টিতে ধুয়ে যায়। দ্বিতীয় টি-টোয়েন্টিতে লজ্জার হার। তার পরেই দেখা গেল ভারতের হেড কোচ গৌতম আবার গম্ভীর হয়েছেন। 

হারের পরে গম্ভীরের একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেই ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে গম্ভীর দৃশ্যতই ক্ষুব্ধ। উত্তেজিত ভাবে তিনি কথা বলছেন ভারতের হেড কোচ সূর্যকুমার যাদবের সঙ্গে। সেই আলোচনায় উপস্থিত ভারতের সহকারী কোচ মর্নি মর্কেল ও রায়ান টেন দুশখ্যাতে।কী নিয়ে আলোচনা চলছিল, কেন উত্তেজিত ছিলেন গৌতম গম্ভীর, তা স্পষ্ট নয়। তবে মনে করা হচ্ছে ভারতীয় ব্যাটারদের হতশ্রী ব্যাটিং ও সুযোগ নষ্টের জন্য গম্ভীর অসন্তুষ্ট। অদিনায়ক সূর্যকুমার যাদবের সঙ্গে তাই উত্তেজিত ভাবেই আলোচনা শুরু করে দিয়েছেন। ক্যাপ্টেন সূর্যকুমার যাদবকে অবশ্য শান্ত ভাবেই উত্তর দিতে দেখা গিয়েছে। 
বৃহস্পতিবার ভারতের মেয়েরা ইতিহাস গড়েছিলেন বিশ্বকাপের সেমিফাইনালে শক্তিশালী অস্ট্রেলিয়াকে হারিয়ে। আর তারপরদিনই দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে মিচেল মার্শদের কাছে ধরাশয়ী হল ভারতীয় দল।

গোটা ম্যাচ জুড়েই আধিপত্য দেখিয়েছে অস্ট্রেলিয়া। তারকা সমৃদ্ধ ভারতীয় লাইন আপকে একাই ধসিয়ে দিলেন জস হ্যাজলউড। একবারের জন্য ম্যাচে ফিরতে পারেনি টিম ইন্ডিয়া। জস হ্যাজলউড একটানা চার ওভার টেস্ট ম্যাচের লাইন লেন্থে বল করে গেলেন।

আর তাতেই ম্যাজিকের মতো কাজ হয়। হয় মারতে গিয়ে, না হয় কিপারের হাতে ক্যাচ দিয়ে ফিরলেন গিল, তিলক, স্যামসনরা। ৩৭ বলে ৬৮ রান একা লড়ে গেলেন অভিষেক শর্মা। কিন্তু এই রান ডিফেন্ড করতে শুরু থেকেই উইকেট তুলতে হত ভারতীয় বোলারদের।

সেটা না করতে পারায় সহজেই চার উইকেটে ম্যাচ জিতে যায় অস্ট্রেলিয়া। 

আর তার পরই মেজাজ সপ্তমে চড়ে ভারতের হেডস্যর গৌতম গম্ভীরের। অধিনায়ক সূর্যকুমার যাদবের সঙ্গে উত্তেজিত ভাবে কথা বলতে দেখা গেল।