আজকাল ওয়েবডেস্ক: বিরাট কোহলি এবং রোহিত শর্মার পাশে দাঁড়ালেন ক্রিস শ্রীকান্ত। একদিনের ক্রিকেটে তাঁদের ভবিষ্যত নিয়ে প্রশ্নচিহ্ন না রেখে, তাঁদের ওপর আত্মবিশ্বাস রাখার আর্জি জানান তারকা ক্রিকেটার। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে দুই মহাতারকার সাফল্যের পর এই বার্তা দেন শ্রীকান্ত। রোহিত সিরিজের সেরা প্লেয়ার নির্বাচিত হন। প্রথম দুই ম্যাচে শূন্য করার পর অর্ধশতরান করে ছন্দে ফেরেন। গত ১৮ মাসে বিরাট এবং রোহিত টি-২০ এবং টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছে। একমাত্র একদিনের ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন।
বয়স সত্ত্বেও ভারতীয় দলে নিজেদের উপস্থিতির জানান দেয় রো-কো জুটি। অস্ট্রেলিয়া সিরিজের আগে প্রধান নির্বাচক অজিত আগরকর জানান, এখনই ২০২৭ বিশ্বকাপ নিয়ে তাঁরা ভাবছেন না। এবার বিশ্বকাপজয়ী দলের সদস্যকে পাশে পেলেন বিরাট, রোহিত। দাবি করেন, তাঁদের দলে সুযোগ পাওয়ার মাপকাঠি বয়স হওয়া উচিত নয়। শ্রীকান্ত বলেন, 'রো-কো ২০২৭ সালের জন্য তৈরি। আমার মতে, রোহিতের অবশ্যই ২০২৭ বিশ্বকাপে খেলা উচিত। বয়সের বাধা খাড়া করা উচিত নয়। ও ৪০ ছুঁয়ে ফেলবে সেটা বলা ঠিক নয়। এগুলো বলা বন্ধ করুন। ও ফিট। ও ভাল খেলছে। অনায়াসে স্লিপে ক্যাচ ধরছে। আর কী চাই? ও প্রত্যেক ম্যাচে রান পাচ্ছে। সিডনিতে স্বচ্ছন্দের সঙ্গে খেলেছে। ২০১৯ বিশ্বকাপে যেভাবে খেলেছিল, একইভাবে খেলছে। শুধুমাত্র ষষ্ঠ এবং সপ্তম গিয়ারে যায়নি। ও তৃতীয় এবং চতুর্থ গিয়ারে ছিল।' নিজের ইউ টিউব চ্যানেলে এমনই জানান শ্রীকান্ত।
প্রথম দুটো ম্যাচে সাফল্য পাননি। শূন্য করেন। কিন্তু কোহলির ফিটনেসের প্রশংসায় শ্রীকান্ত। জানান, তারকা ক্রিকেটারের দায়বদ্ধতা তাঁকে সবার থেকে আলাদা করে দেয়। শ্রীকান্ত বলেন, 'বিরাট কোহলি যতটা ফিট, ৪৫ বছর পর্যন্ত খেলতে পারে। ও একজন ২৫ বছরের ক্রিকেটারের মতো ফিট।' দুই তারকাকে বিরক্ত না করার পরামর্শ দেন কপিল দেবের সতীর্থ। তাঁদের অনিশ্চয়তায় মধ্যে না রাখার অনুরোধ জানান। বরং, তাঁদের সঙ্গে স্পষ্টভাবে কথা বলার পরামর্শ দেন। শ্রীকান্ত বলেন, 'ওদের খোঁচা মেরো না। ওদের মনে ভয় ঢুকিয়ে দিও না। ওদের একা ছেড়ে দিন। ওদের বলতে হবে, ওরা দলের জন্য গুরুত্বপূর্ণ। তাই নিজেদের খেয়াল রাখা উচিত। শ্রীকান্ত বলেন, 'ওদের বলা উচিত, তোমাদের নিয়েই আমরা দল গঠন করব। তোমরা দু'জন খুবই গুরুত্বপূর্ণ। তোমরা ফিট থেকো। আমার মনে হয় ওদের এটা বলে দেওয়া উচিত। এরকম করতে পারলে, সেটা টিম ইন্ডিয়া এবং দু'জনের জন্য ভাল হবে।' একই সঙ্গে শ্রীকান্ত দাবি করেন, তিনি মুখ্য নির্বাচক থাকলে, দু'জনকে নিয়েই দীর্ঘমেয়াদি পরিকল্পনার কথা জানিয়ে দিতেন। শ্রীকান্ত বলেন, 'আমি নির্বাচক কমিটির চেয়ারম্যান হলে, আমি আজই ওদের কাছে গিয়ে বলব, তোমরা ২০২৭ বিশ্বকাপের জন্য ফিট থেকো এবং আমাদের ট্রফি এনে দিও।' দুই মহাতারকাকে ২০২৭ বিশ্বকাপে দেখতে চান শ্রীকান্ত।
