আজকাল ওয়েবডেস্ক: গ্যালারিতে লিও মেসি। সঙ্গে রডরিগো দি পল। মাঠে ইন্টার মায়ামি। দর্শক মেসি দেখলেন তাঁর দল গোলশূন্য ভাবে খেলা শেষ করল।

মেজর লিগ সকারের অল-স্টার ম্যাচে অংশ না নেওয়ার খেসারত দিতে হল লিও মেসিজর্ডি আলবাকে। রবিবার মেজর লিগ সকারে ইন্টার মায়ামিসিনসিনাটির খেলা। সেই ম্যাচে মায়ামির দলে থাকবেন না মেসিআলবা। এক ম্যাচের নিষেধাজ্ঞা নেমে এসেছে তাঁদের উপরে। এ তো একপ্রকার সেমসাইড গোল। মেজর লিগ সকারের অল স্টার ম্যাচে না খেলে নিষিদ্ধ হওয়া একপ্রকার আত্মঘাতী গোলই বলা চলে।

আরও পড়ুন:  '২৬ জুলাই ইস্টবেঙ্গল হারে না', কল্যাণীতে ডার্বি জিতে আশিয়ানের স্মৃতিতে ডুব দিলেন লাল-হলুদের 'ডাক্তারবাবু'

মেজর লিগ সকরের প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে ''চলতি সপ্তাহে মেজর লিগ সকারের অল স্টার ম্যাচে অনুপস্থিত থাকার জন্য সিনসিনাটির বিরুদ্ধে ম্যাচে নামতে পারবেন না ইন্টার মায়ামির জর্ডি আলবালিওনেল মেসি। নিয়ম অনুযায়ী, লিগের কাছ থেকে অনুমতি না নিয়ে কোনও খেলোয়াড় যদি অল-স্টার ম্যাচে অনুপস্থিত থাকে, তাহলে সংশ্লিষ্ট ক্লাবের পরের ম্যাচে তিনি খেলতে পারবেন না।''

মেসিকে নিষিদ্ধ করার কাজটা ছিল খুবই কঠিন। মেজর লিগ সকারকে সারা বিশ্বে ছড়িয়ে দেওয়ার জন্য মেসির মতো সহযোগিতা কেউ করেননি। কেবল মাঠের বাইরে নয়, মাঠের ভিতরেও মেসির ভূমিকা অনস্বীকার্য। তবুও তাঁকে এক ম্যাচের জন্য শাস্তি দেওয়া হল।

মেসি কেন অল স্টার ম্যাচে অংশ নিলেন না, তা বুঝছেন সবাই। কিন্তু অল-স্টার গেমে অংশ নেওয়ার ক্ষেত্রে দীর্ঘদিনের নিয়ম প্রচলিত রয়েছে। সেই নিয়মই কার্যকর করা হয়েছে মেসির ক্ষেত্রেও। মেসিকে নির্বাসিত করার সিদ্ধান্ত সব অর্থেই ছিল কঠিন। কিন্তু নিয়ম যেহেতু সবার জন্যই এক, সেই কারণে এলএম ১০-এর উপরে নেমে এল শাস্তির খাঁড়া। টানা খেলে চলেছেন মেসি। সেই কারণে তিনি আর অল-স্টার গেমে নামেননি

৩০ এপ্রিল থেকে মায়ামির প্রতিটি ম্যাচেই খেলে চলেছেন মেসিসবক'টি ম্যাচেই তিনি পুরোদস্তুর ৯০ মিনিট খেলেছেন। ১৪ জুন থেকে মেসি মায়ামির জার্সি পরে খেলেছেন ৯টি ম্যাচ। এর মধ্যে ক্লাব ওয়ার্ল্ড কাপেই খেলেন চারটি ম্যাচ। ২৭ এপ্রিল মায়ামির হয়ে না নামলেও পরবর্তীতে সব ম্যাচেই খেলতে দেখা গিয়েছে মেসিকে

টানা খেলে যাওয়ার ধকল রয়েছে। এই ৩৮-এও মেসির খেলার প্রতি ইচ্ছা একটুও কমেনি। তিনি প্রতিটি ম্যাচে নামছেন, গোল করছেন, দলকে জেতানোর চেষ্টা করে যাচ্ছেন। ক্লান্তি বলে কোনও শব্দ নেই তাঁর অভিধানে। রেকর্ড এসে ধরা দিয়ে যাচ্ছে তাঁকে। মায়ামির পরবর্তী ম্যাচগুলোয় তিনি যাতে আরও তরতাজা হয়ে নামতে পারেন, সেই কারণেই অল স্টার ম্যাচে নামেননি মেসি

এই ম্যাচ ড্র করার ফলে মেজর লিগ সকারের ইস্টার্ন কনফারেন্সে ২৫ ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে দুইয়ে সিনসিনাটি। সমান ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে শীর্ষে ফিলাডেলফিয়া। ২২ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে পাঁচে মায়ামি।মেসি না থাকলেই ইন্টার মায়ামি জিততে পারে না। আরও একবার তা প্রমাণিত হল।

আরও পড়ুন: এই ভারতের অধিনায়ক কে? গিল নাকি গম্ভীর? গাভাসকর দিলেন বড় ইঙ্গিত