আজকাল ওয়েবডেস্ক: ১৮ বছরের অনন্ত অপেক্ষার অবসান। আইপিএল জিতে নিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।
প্রাক্তন ক্রিকেটার থেকে ধারাভাষ্যকার হওয়া নভজ্যোৎ সিং সিধু বলেছেন, ''আমি পাঞ্জাবী। পাঞ্জাব হেরে যাওয়ায় আমি দুঃখিত হলেও ভাল লাগছে বিরাট কোহলি খেতাব জিতেছে।''
গোটা দেশ কোহলির কাপ জেতার অপেক্ষায় ছিল। আরসিবি জিততে চেয়েছিল কোহলির জন্য।
সবাই যখন বিরাট আনন্দে মেতে উঠেছেন, তখনও কোহলির খুঁত বের করছেন দেশের আরেক প্রাক্তন ক্রিকেটার ইরফান পাঠান। পাঞ্জাবের বিরুদ্ধে ফাইনালে কোহলি ৩৫ বলে ৪৩ রান করেন। স্ট্রাইক রেট ১২৩। সোশ্যাল মিডিয়ায় পাঠান লিখেছেন,''ওরা বিরাট কোহলিকে শর্ট বল দিচ্ছিল। স্লো বলও করছিল। এই পিচে ৩৫ বল খেলে ফেলার পরে স্ট্রাইক রেট ১২৩ কিন্তু হতাশাজনক।''
ইরফান পাঠান তীব্র সমালোচক। ধারাভাষ্যকার হিসেবে তিনি ক্রিকেটারদের ব্যক্তিগত ভাবে সমালোচনা করতেন। সেই কারণেই আইপিএলে ধারাভাষ্যকার হিসেবে তাঁকে নেওয়া হয়নি। পাঠান কিন্তু বদলানি একটুও। সোশ্যাল মিডিয়ায় তিনি তারকা ক্রিকেটারদের সমালোচনা করেই যাচ্ছেন। দেশ যখন কোহলিতে মজে, তখন পাঠানের নিশানায় সেই বিরাট।
