আজকাল ওয়েবডেস্ক: আইপিএলের উদ্বোধন হয়ে গিয়েছে। তবে অনেকেই মনে করছেন আসল আইপিএল শুরু আজ থেকে।
রবিবার সন্ধেয় নামছেন মহেন্দ্র সিং ধোনি। তাঁর প্রতিপক্ষ মুম্বই ইন্ডিয়ান্স।
ধোনি মানেই জল্পনা। তাঁকে নিয়ে এবং তিনি কবে অবসর নেবেন তা নিয়ে। এহেন মহেন্দ্র সিং ধোনি মাঠে নামার আগে মাঝরাত পর্যন্ত কেবল ছক্কা মারা অনুশীলন করেছেন। সেই তিনিই আবার অবসর জল্পনা দূরে ঠেলে দিয়ে বলছেন, ''সিএসকে-র জন্য আমি যতদিন চাইব, ততদিন খেলব। সিএসকে আমার ফ্র্যাঞ্চাইজি। আমি যদি হুইলচেয়ারেও বসে থাকি, ওরা আমাকে টেনে নিয়ে আসবে মাঠে।''
২০২১ সাল থেকে ধোনির অবসর নিয়ে জল্পনা চলছে। ২০২৩ সালে চেন্নাই সুপার কিংস শেষ বার আইপিএল খেতাব জিতেছে। এবার কী হবে? ধোনির ছেলেবেলার কোচ কেশব বন্দ্যোপাধ্যায় বলেছেন, ''ব্যাট করতে হয়তো সাত বা আট নম্বরে নামবে। তবে ওর কিপিং অনুশীলন দেখে মনে হয়েছে, এখনও বেশ ফিট রয়েছে।''
এবার ১৮ নম্বর সংস্করণ হচ্ছে আইপিএলের। চেন্নাই সুপার কিংস ও মুম্বই ইন্ডিয়ান্স পাঁচ বার করে খেতাব জিতে ফেলেছে। নেতৃত্বের ব্যাটন হাতে নেই ধোনির। নেতৃত্ব চলে গিয়েছে রোহিত শর্মারও।
দুই তারকার মুখোমুখি সাক্ষাৎ চিপকে। সবাই বলছেন, আইপিএলের এল ক্লাসিকো। শেষ হাসি কার জন্য তোলা থাকে, সেটাই দেখার।
