আজকাল ওয়েবডেস্ক: লর্ডস টেস্টের প্রথম ইনিংেস পাঁচ উইকেট নিয়েছিলেন। প্রত্যাশামতোই আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে বোলারদের তালিকায় শীর্ষস্থান ধরে রাখলেন জসপ্রীত বুমরা। লর্ডস টেস্টের দ্বিতীয় ইনিংসে চার উইকেট নেওয়ার সুবাদে ১২ ধাপ উঠে ৪৬ নম্বরে রয়েছেন ওয়াশিংটন সুন্দর। দুইয়ে আছেন কাগিসো রাবাদা। তিনে প্যাট কামিন্স, চারে জশ হ্যাজলেউড। আটে রয়েছেন নাথান লায়ন।
ছয় নম্বরে উঠে এসেছেন অস্ট্রেলিয়ান পেসার স্কট বোলান্ড। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তৃতীয় টেস্টে ছয় উইকেট নিয়েছিলেন বোলান্ড। তার মধ্যে হ্যাটট্রিকও ছিল। এটাই বোলান্ডের কেরিয়ারের সেরা র্যাঙ্কিং।
ব্যাটারদের তালিকায় আবার টপে চলে এসেছেন জো রুট। এজবাস্টন টেস্টে দুর্দান্ত ইনিংসের পর শীর্ষে চলে গিয়েছিলেন ইংল্যান্ডেরই হ্যারি ব্রুক। রুট নেমে যান দুইয়ে। কিন্তু লর্ডস টেস্টে শতরান করে ফের শীর্ষে চলে এলেন রুট। ভারতীয় ব্যাটারদের মধ্যে যশস্বী জয়েসওয়াল আছেন পাঁচে। একধাপ নেমেছেন তিনি। লর্ডস টেস্টের দ্বিতীয় ইনিংসে দুরন্ত লড়াই করা রবীন্দ্র জাদেজা ৩৪ নম্বরে উঠে এসেছেন। ঋষভ পন্থ একধাপ নেমে আছেন আট নম্বরে। তিনধাপ নেমে ভাত অধিনায়ক শুভমন গিল রয়েছেন ব্যাটারদের তালিকায় নয় নম্বরে।
লোকেশ রাহুল রয়েছেন ৩৫ নম্বরে। ব্যাটারদের তালিকায় ইংরেজ অধিনায়ক বেন স্টোকস আছেন ৪২ নম্বরে। আর বোলারদের তালিকায় আছেন ৪৫ নম্বরে।
এদিকে লর্ডস টেস্টের পর সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন সিরাজ। লিখেছেন, ‘কিছু কিছু ম্যাচ সারা জীবন মনে থাকে। ফলাফলের জন্য নয়, আপনি সেই ম্যাচ থেকে কী শিক্ষা পেলেন তার জন্য।’ সিরাজ এটাই বোঝাতে চেয়েছেন যে লর্ডস টেস্ট থেকে তিনি অনেক কিছু শিখেছেন। আর সেটাই ফুটে উঠেছে তাঁর লেখায়।
প্রসঙ্গত, লর্ডস টেস্টে যথেষ্ট ভাল পারফরম্যান্স করেছেন সিরাজ। প্রথম ইনিংসে জেমি স্মিথ এবং ব্রাইডন কার্সের মতো দুই অর্ধশতরানকারীর উইকেট নেন তিনি। দ্বিতীয় ইনিংসে বেন ডাকেট এবং অলি পোপকে ফেরান। সব সময় পরিশ্রম করার জন্য তৈরি ছিলেন।
লর্ডস ম্যাচের পর সিরাজের ভূয়সী প্রশংসা করেন নাসের হুসেন। ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক বলেন, ‘বিরাটের মতো আবেগ রয়েছে ওর। সেই জন্যই কোহলির অধীনে অত ভাল খেলেছে। যদি ওকে তাতিয়ে দিয়ে মাঠে ছেড়ে দেন, তাহলে ওর চেয়ে বিপজ্জনক আর কেউ নেই। নিখুঁত বলের লাইন রেখে অলি পোপকে আউট করেছে। ওর মতো কাউকে আপনি সব সময় দলে চাইবেন। ভারতের সমর্থকরাও চায় সিরাজের মতো আবেগপ্রবণ ক্রিকেটারকে দলের হয়ে দেখতে।’
মঙ্গলবার আবার ভারতীয় দল গিয়েছিল ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের সঙ্গে দেখা করতে। ছিলেন কোচ গৌতম গম্ভীর–সহ সব সাপোর্ট স্টাফেরাও। শুভমন গিল, জসপ্রীত বুমরা, লোকেশ রাহুল, ঋষভ পন্থদের আগেই সেন্ট জেমস প্যালেসে পৌঁছে গিয়েছিল ভারতের মহিলা ক্রিকেট দল। লর্ডসে শুভমনদের লড়াইয়ের প্রশংসা করেন রাজা তৃতীয় চার্লস। সিরাজের দুর্ভাগ্যজনক আউটের কথাও শোনা যায় রাজার মুখে।
এটা ঘটনা, দলকে জেতানোর আপ্রাণ চেষ্টা করেও তিনি ব্যর্থ। আউটের পরেই ব্যাটে ভর দিয়ে কাঁদতে দেখা গিয়েছিল টিম ইন্ডিয়ার পেসার মহম্মদ সিরাজকে। সেই ঘটনা নিয়ে প্রথমবার মুখ খুললেন সিরাজ।
