আজকাল ওয়েবডেস্ক: আর মাত্র একটি দিন। তারপরই ভারত-পাকিস্তান মহারণ। ঘণ্টা প্রতি বাড়ছে উত্তেজনা। দুই দেশের মধ্যে রাজনৈতিক সম্পর্কের অবনতি ম্যাচটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে। ক্রিকেট বিশেষজ্ঞ এবং পণ্ডিতরা নিজেদের মতামত দিতে শুরু করেছে। এবার ম্যাচ প্রসঙ্গে নিজের মতামত জানান কামরান আকমল। পাশাপাশি ফ্যানদের সতর্কবার্তাও দিলেন। বর্তমান পরিস্থিতি অনুযায়ী দুই দেশের মধ্যে সম্পর্ক ভাল না। তাই আগাম সতর্কবাণী। কামরান আকমল বলেন, 'ভারত-পাকিস্তান সম্পর্ক কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। উত্তেজনাপূর্ণ মুহূর্ত হবে। তাই ভয় রয়েছে। ম্যাচটা ঠিকঠাকভাবে হলে, সম্পর্কে উন্নতি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে।' 

স্টেডিয়ামে নিজেদের আচরণ সংযত রাখার কথা বললেন কামরান। যাতে কোনও বিপত্তি না আসে। আকমল বলেন, 'ফ্যানদের খোলা মনে মাঠে এসে ম্যাচটা উপভোগ করা উচিত। অতীতের মতো পরিবেশ হওয়া উচিত। আমি সমর্থকদের অনুরোধ করব যাতে ওরা লাইন না অতিক্রম করে। তাঁরা পাকিস্তানের সাপোর্টার হোক বা ভারতের। ওদের ম্যাচটা সফল করতে হবে। যাতে ভবিষ্যতে আরও ভারত-পাকিস্তান ম্যাচ হয়।' 

২০১০ এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচের কথা মনে করালেন পাকিস্তানের প্রাক্তন উইকেটকিপার ব্যাটার। টিম ইন্ডিয়ার বর্তমান হেড কোচ গৌতম গম্ভীরের সঙ্গে বচসায় জড়ান তিনি। তবে পাশাপাশি জানান, এটা সম্পূর্ণ ভুল বোঝাবুঝি ছিল। পরবর্তীতে তাঁরা ভাল বন্ধু হয়ে যায়। কামরান বলেন, 'সেটা একটা ভুল বোঝাবুঝি ছিল। গৌতম খুব ভাল মানুষ। আমরা একসঙ্গে কেনিয়া গিয়েছি এ দলের ইভেন্টে যোগ দিতে। তারপর ভাল বন্ধু হয়ে যাই। সেই এশিয়া কাপের ম্যাচে ও একটা শট মিস করার পর আমি আবেদন করি। ও মিসের পর নিজের মনেই স্বগতোক্তি করছিল। আমি ভেবেছিলাম আমাকে কিছু বলছে। সেইভাবেই ভুল বোঝাবুঝির সূচনা হয়।' 

প্রসঙ্গত, পাকিস্তানের বিরুদ্ধে আগ্রাসনের প্রসঙ্গ উঠতেই সূর্যকুমার যাদব বলেন, 'মাঠে সবসময় আগ্রাসন থাকে। জিততে হলে আগ্রাসী মনোভাব না থাকলে হয় না।' স্পষ্ট জানিয়ে দেন প্রতিপক্ষকে একচুল জমিও ছাড়বেন না তাঁরা। আগ্রাসী ক্রিকেটে খেলবেন। পাকিস্তান অধিনায়ক সলমন আঘা অবশ্য এই বিষয়ে ভিন্ন মতামত প্রকাশ করেন। আগ্রাসন প্রসঙ্গে কিছুটা সমঝে উত্তর দেন। সলমন বলেন, 'কেউ আগ্রাসন দেখাতে চাইলে, সেটা তাঁদের ওপর নির্ভর করে। আমার দিক থেকে তেমন কোনও নির্দেশ থাকবে না।' পাকিস্তানের অধিনায়ক স্পষ্ট জানিয়ে দিলেন, তিনি কোনও প্লেয়ারকে বিশেষ নির্দেশ দেবেন না। তাঁদের ওপর ছেড়ে দেবেন।