আজকাল ওয়েবডেস্ক: টেস্ট ক্রিকেট থেকে সরে গেলেও পাঁচদিনের ফরম্যাটের প্রতি আসক্ত বিরাট কোহলি। কোহলির বিপরীত মেরুতে অবস্থান করছেন ক্যারিবিয়ান দৈত্য আন্দ্রে রাসেল। 

ভারত-অস্ট্রেলিয়ায় টেস্ট ক্রিকেট খেললে ব্যাঙ্ক ব্যালান্স বাড়ে ক্রিকেটারদের। নাম-যশের পাশাপাশি আর্থিক দিক থেকেও লাভবান হন তাঁরা। কিন্তু ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে অন্য ছবি। তাঁরা বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘুরে ঘুরে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলেন। এই টি-টোয়েন্টি খেলেই তাঁদের রোজগার। তাঁদের সংসার চলে। 
রাসেল বলছেন, ''ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের ক্রিকেটাররা  টেস্ট ক্রিকেট খেলে মোটা অঙ্কের টাকা পায়। আর ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড়রা? ৫০ বা ১০০টা টেস্ট খেলে অবসরের পর দেখা যায় কিছুই নেই।''

রাসেল বলছেন, বেঁচে থাকার জন্য উপার্জনটাই আসল। ক্যারিবিয়ান তারকা বলছেন, '' এমন একটা জীবন সবাই চায়, যেখানে স্বাচ্ছন্দ্যে বাঁচা যায় এবং পরিবারকে দেখাশোনা করা যায়।''

রাসেলকে  টেস্ট দল থেকে বের করে দেওয়া হয়েছিল।সাদা বলের ফরম্যাটের খেলোয়াড় হিসেবেই ধরা হয়েছিল ক্যারিবিয়ান তারকাকে। সেই রাসেলই বলছেন, উপার্জনের জন্য, পরিবারকে ভাল রাখার জন্য তিনি টি-টোয়েন্টি খেলেন।