আজকাল ওয়েবডেস্ক:‌ টি২০ দলে ফিরতে চলেছেন লোকেশ রাহুল। টিম ইন্ডিয়ার বাংলাদেশ সফরে টি২০ দলে সুযোগ পাওয়ার সম্ভাবনা বেড়েছে রাহুলের। আইপিএলে দিল্লির হয়ে দুরন্ত পারফরম্যান্সের পর ফের টিম ইন্ডিয়ার টি২০ দলে দেখা যেতে পারে রাহুলকে।


গুজরাটের বিরুদ্ধে ওপেন করতে নেমে ৬৫ বলে ১১২ রানের ইনিংস খেলেন রাহুল। তারপরই নির্বাচকদের নোটবুকে তাঁর নাম উঠে গিয়েছে। এর আগে মিডল অর্ডারে ব্যাট করছিলেন রাহুল। সেখানেও রান পেয়েছিলেন। এবার ওপেনার রাহুলও রান পেলেন।


এর আগে চেন্নাইয়ের বিরুদ্ধে করেছিলেন ৭৭। আরসিবির বিরুদ্ধে করেছিলেন ৯৩। লখনউয়ের বিরুদ্ধে অর্ধশতরানও ছিল তাঁর। দিল্লির হয়ে এবার সবচেয়ে বেশি রান তিনিই করেছেন। ৪৯৩ রানের মধ্য রয়েছে একটি শতরান ও তিনটি অর্ধশতরান।


চলতি বছরের আগস্টে বাংলাদেশে তিনটি ওয়ানডে ও সমসংখ্যক টি২০ খেলবে ভারত। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী টি২০ দলে ফের সুযোগ পেতে পারেন রাহুল। এমনিতে তিনি টেস্টে এবং ওয়ানডে দলের নিয়মিত সদস্য। 


প্রসঙ্গত, দেশের হয়ে রাহুল শেষ টি২০ খেলেছিলেন সেই ২০২২ টি২০ বিশ্বকাপে। তারপর আর সুযোগ পাননি। যদিও দেশের হয়ে ৭২ ম্যাচে তাঁর রান ২২৬৫। রয়েছে ২ শতরান ও ২২ অর্ধশতরান।