আজকাল ওয়েবডেস্ক:‌ কলকাতা লিগের প্রিমিয়ার ডিভিশনে আর্বিভাবেই চমক দিয়েছে ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাব। প্রথমবার প্রথম ডিভিশনে খেলতে এসেই উঠে গেছে সুপার সিক্স পর্বে। আর আজ বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে সুপার সিক্স পর্ব। যেখানে ইউকেএসসি’‌র সামনে ইস্টবেঙ্গল। খেলা ইস্টবেঙ্গল মাঠে। দুপুর তিনটে থেকে।


এই ম্যাচে ইউকেএসসি ভক্তদের জন্য আলাদা করে টিকিটের ব্যবস্থা করেছে টিম ম্যানেজমেন্ট। প্রিয় দলের জন্য গলা ফাটাতে যাবেন সমর্থকরা। তবে প্রস্তুত ইস্টবেঙ্গলও। যদিও চোট আঘাত ও কার্ড সমস্যা চিন্তায় রাখছে লাল–হলুদ‌ কোচ বিনো জর্জকে।

 

আরও পড়ুন:‌ দেশের জার্সিতে বল হাতে করলেন কামাল, অথচ আইপিএলে বলই করেননা, কারণ খোলসা করলেন শিবম


অন্যদিকে, ইয়ান ল’‌র ছেলেরা কড়া টক্কর দেওয়ার জন্য প্রস্তুত। ফলে ঘরের মাঠে ফেরার ম্যাচে বেশ কঠিন লড়াইয়ের সামনে লাল–হলুদ। এই ম্যাচ দিয়েই এবার ময়দানে ফিরছে কলকাতা লিগ। এত দিন খেলা হয়েছে জেলায় জেলায়।


ইস্টবেঙ্গলের নবনির্মিত মাঠে এটাই প্রথম ম্যাচ। মাত্র কয়েক দিন সেখানে অনুশীলন করার সুযোগ পেয়েছেন লাল–হলুদ ফুটবলাররা। ফলে নতুন মাঠে মানিয়ে নেওয়াটা চ্যালেঞ্জ ফুটবলারদের। তার উপর সৌভিক চক্রবর্তীর গোড়ালিতে চোট রয়েছে। দেবজিৎ মজুমদার ও সায়ন বন্দ্যোপাধ্যায় কার্ড সমস্যায় নেই। সুমন দে–ও পুরোপুরি ফিট নন। এই অবস্থায় ছয় ভূমিপুত্রের নিয়ম মেনে দল সাজানোই চ্যালেঞ্জ কোচ বিনোর।

 

আরও পড়ুন:‌ বিশ্বকাপের ভাবনায় নেই কেকেআর ব্যাটার?‌ এশিয়া কাপে ভারতের প্রথম ম্যাচের পরেই উঠল প্রশ্ন...


এই ম্যাচে সিনিয়র দলের পিভি বিষ্ণু, ডেভিড, প্রভাত লাকরা, এডমুন্ড লালরিনডিকাদের পাশাপাশি গৌরব সাউ, বিক্রম প্রধান, তন্ময় দাসরা ভরসা বিনোর। অন্যদিকে, ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাব ভরসা রাখছে নারায়ণ দাস, জিতেন মুর্মু, দেবনাথ মণ্ডল, দেবায়ন হাজরার উপর।


তবে এটা ঘটনা, চ্যাম্পিয়নশিপ রাউন্ডে তিনটি ম্যাচ খেলতে হবে। আর তিনটি ম্যাচই হচ্ছে ফাইনাল। একটা ম্যাচ নষ্ট করা মানে আর ফেরার রাস্তা নেই বললেই চলে। কলকাতা লিগের চ্যাম্পিয়নশিপ রাউন্ডের এটাই সমীকরণ।

 

আরও পড়ুন:‌ অস্ট্রেলিয়া সিরিজের প্রস্তুতিতে মগ্ন রোহিত, সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করতেই খুশিতে আত্মহারা ভক্তরা...


আর লাল–হলুদ কোচ বিনো জর্জ বলেই দিয়েছেন, ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাব যথেষ্ট ভাল দল। বেশ কিছু আইএসএল খেলা ফুটবলার রয়েছে। নিজেদের কাজটা যে শক্ত তা মানছেন ইস্টবেঙ্গল কোচ।


এদিকে, ইউকেএসসি এবার লিগের প্রিমিয়ার ডিভিশনে এসে সবাইকে চমকে দিয়েছে। গ্রুপ পর্বে দুরন্ত পারফরম্যান্স করে সবাইকে চমকে দিয়েছে। কোচ ইয়ান ল বলেছেন, ‘‌পয়েন্ট নষ্ট করলে ছিটকে যেতে হবে। প্রথম ম্যাচেই ইস্টবেঙ্গল। তার মধ্যে ওদের ঘরের মাঠে ম্যাচ। আমাদের জন্য কঠিন লড়াই। তবে জিততেই হবে।’‌ 

 

আরও পড়ুন:‌ পাকিস্তান ম্যাচে কাদের খেলাবেন?‌ ইঙ্গিত দিয়ে রাখলেন স্কাই 

যদিও গ্রুপের শেষ ম্যাচে মহমেডান স্পোর্টিংয়ের বিরুদ্ধে ১–১ ড্র করেছিল ইউকেএসসি। জেতা ম্যাচ হাতছাড়া করেছিলেন ইয়ান ল’‌র ছেলেরা। পেনাল্টি নষ্ট হয়েছিল। হেড পোস্টে লাগে। ভুলগুলি শুধরেই বৃহস্পতিবার মাঠে নামবে ইউকেএসসি ফুটবলাররা।