আজকাল ওয়েবডেস্ক: প্রথম ভারতীয় মহিলা শুটার হিসেবে অলিম্পিকে পদক জিতে ইতিহাস গড়েছেন মনু ভাকের। শুটিংয়ে ১২ বছরের খরা কেটেছে ভারতের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ফোনও পেয়েছেন তিনি। গোটা ভারত এখন মনু ভাকেরের প্রশংসায়। টোকিওতে যে বন্দুক মনুকে ধোঁকা দিয়েছিল সেই বন্দুকই প্যারিসে পদক জিতিয়েছে মনুকে। আর পদক জেতার পর এবার এক্স হ্যান্ডেলেও ইতিহাস তৈরি করলেন মনু ভাকের। পদক জেতার মনু ভাকের নিজের এক্স হ্যান্ডেলে নতুন আইফেল টাওয়ার ভেরিফিকেশন পেয়েছেন।
















উল্লেখ্য, প্যারিসে যে সমস্ত অ্যাথলিট পদক জিতছেন সবার এক্স হ্যান্ডেলে একটি করে আইফেল টাওয়ার ব্যাচ দিচ্ছে এক্স। চলতি অলিম্পিকে মনু প্রথম ভারতীয় যিনি এই ব্যাচ পেলেন। এই ব্যাচ পাওয়ার অর্থ প্যারিসে পদকধারীদের তালিকায় রয়েছেন অ্যাথলিট আইফেল টাওয়ার ফ্রান্সের অন্যতম আকর্ষণ। ১৯০০ এবং ১৯২৪ সালের পর তৃতীয়বার ফ্রান্সে অনুষ্ঠিত হচ্ছে অলিম্পিক। ১১ আগস্ট পর্যন্ত অলিম্পিকে ৩২৯টি ইভেন্টে যে পদকগুলি ব্যবহার করা হবে তার সবকটিতেই আঁকা থাকবে আইফেল টাওয়ারের লোগো।












রবিবার 10 মিটার এয়ার পিস্তল ফাইনালে ব্রোঞ্জ জিতলেন মনু ভাকের। ভারতের প্রথম মহিলা শুটার হলেন মনু যিনি অলিম্পিকে পদক জিতলেন। কোয়ালিফিকেশন রাউন্ডে তৃতীয় হয়ে ফাইনালে উঠেছিলেন মনু। এদিন প্রথম থেকেই পদকের দৌড়ে ছিলেন। প্রথম কয়েকটা রাউন্ডের পর প্রথম তিন থেকে একবারের জন্যও সরানো যায়নি তাঁকে। শেষ এলিমিনেশন রাউন্ডে 10.3 পয়েন্ট নেন হরিয়ানার শুটার। কিন্তু কোরিয়ান প্রতিযোগী 10.5 পয়েন্ট পেয়ে দ্বিতীয় স্থানে উঠে আসেন এবং তৃতীয় স্থান অর্জন করে ব্রোঞ্জ নিশ্চিত করেন মনু।