আজকাল ওয়েবডেস্ক: সপ্তাহ দুয়েক পরই শুরু বর্ডার-গাভাসকর ট্রফি। তার আগে বিরাট কোহলিকে বড্ডো অচেনা লাগছে মার্নাস লাবুশেনের। ছয় বছর আগের সেই তারকা ক্রিকেটারকে খুঁজছেন অস্ট্রেলিয়ান। ২০১৮ সালে প্রথমবার কোহলির সঙ্গে সাক্ষাৎ হয় তাঁর। বিরাটের জন্মদিনের দিন সেই সিরিজের অভিজ্ঞতার কথা তুলে ধরলেন। লাবুশেন বলেন, 'বিরাটকে নিয়ে আমার প্রথম স্মৃতি ২০১৮ সালের সিরিজে। সেই প্রথম সাক্ষাৎ। ও তখন অধিনায়ক ছিল। খুবই আগ্রাসী ছিল। সিরিজটা খুবই হাড্ডাহাড্ডি হয়েছিল। তারপর থেকে আমি আর সেই বিরাটকে দেখতে পাইনি। যেমন সেই সিরিজের শুরুতে দেখেছিলাম। ও দারুণ প্লেয়ার। বাকি বছরগুলোতেও ধারাবাহিকতা বজার রেখেছে। তবে বিরাটকে নিয়ে আমার প্রথম স্মৃতি ওটাই।' ২০১৮ সালে অস্ট্রেলিয়া সিরিজে যথেষ্ট ভাল খেলেন বিরাট। সাত ইনিংসে ২৮২ রান করেন। গড় ৪০.২৮। একটি অর্ধশতরান এবং শতরান করেছিলেন। তবে এবার চাপে থেকেই অস্ট্রেলিয়া পাড়ি দেবেন কোহলি। দীর্ঘদিন ব্যাটে রান নেই। শেষ শতরান গতবছর একদিনের বিশ্বকাপে। এক বছর ধরে রানের খরা চলছে। অস্ট্রেলিয়ার মাটিতে প্রত্যাবর্তনের খোঁজে। 

বরাবরই ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজে ভাল খেলেন লাবুশেন। এবারও সেই ধারাবাহিকতা অব্যাহত রাখতে চান। টিম ইন্ডিয়ার বিরুদ্ধে ১০ ম্যাচে তাঁর রান ৭৭৫। গড় ৪৫.৫৮। তারমধ্যে তিনটে অর্ধশতরান এবং একটি শতরান রয়েছে। ২২ নভেম্বর পারথে শুরু বর্ডার-গাভাসকর ট্রফি। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের লক্ষ্যে নামবে দুই দল। নিউজিল্যান্ডের কাছে হোয়াইটওয়াশের পর পাঁচ টেস্টের মধ্যে চারটে জিততে হবে ভারতকে। একটি ম্যাচ হারতে বা ড্র করতে পারে রোহিতরা। অন্যদিকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের সম্ভাবনা জিইয়ে রাখতে কোনওভাবেই ভারতের কাছে সিরিজ হারতে পারবে না অজিরা।