আজকাল ওয়েবডেস্ক: ঘরের ছেলে ঘরে ফিরছে। দু'বছর উত্তরপ্রদেশে কাটানোর পর আবার দিল্লিতে ফিরছেন নীতিশ রানা। আসন্ন ঘরোয়া মরশুমে আবার নিজের পুরোনো রাজ্যের হয়ে খেলতে দেখা যাবে ৩১ বছরের বাঁ হাতিকে। ২০২৩ সালে দিল্লি ছেড়ে উত্তরপ্রদেশে পাড়ি দেন রানা। তাঁর ছোটবেলার কোচ সঞ্জয় ভরদ্বাজ বলেন, 'নিজের বাড়ি নিজেরই হয়। হ্যাঁ, ও এই মরশুমে দিল্লির হয়ে খেলবে। আমি ওকে তখনও অন্য রাজ্যে যেতে বারণ করেছিলাম। উত্তরপ্রদেশের হয়ে মরশুমটা ভাল যায়নি। পেশাদার ক্রিকেটার হিসেবে অতিরিক্ত চাপ থাকে। ওর দিল্লিতে ফেরার সিদ্ধান্ত সঠিক। এখানেই ও কেরিয়ারের অধিকাংশ সময় কাটিয়েছে। বয়সভিত্তিক ক্রিকেট থেকে। দিল্লির হয়ে খেলাকালীনই ভারতীয় দলে ডাক পায়। এটা স্মার্ট সিদ্ধান্ত।' রানার ছোটবেলার কোচের অধীনে ছিলেন গৌতম গম্ভীর, অমিত মিশ্র, যোগিন্দর শর্মা, উন্মুক্ত চাঁদ এবং প্রিয়াংশ আর্য। 

আগের মরশুমে উত্তরপ্রদেশের হয়ে জঘন্য ফর্মে ছিলেন রানা। সৈয়দ মুস্তাক আলিতে ১১ ম্যাচে ১১১ রান করেন। বিজয় হাজারেতে মাত্র দুটো ম্যাচ খেলেন। করেন ১৭ রান। তারপর দল থেকে বাদ পড়েন। রঞ্জি ট্রফির দল থেকেও বাদ পড়েন। ৪ ম্যাচে মাত্র ১৫০ রান করেন। তাঁর প্রত্যাবর্তন দিল্লি দলে তাঁর জায়গা পাকা করছে না। কিন্তু দিল্লি প্রিমিয়ার লিগের দ্বিতীয় সংস্করণে অংশ নেবেন। রানার ওপর ক্ষিপ্ত দিল্লির কর্তারা। এক কর্তা বলেন, 'এটা আস্তাকুঁড় নয়। ২০২৩ সালে ও যখন এনওসি চায়, আমরা ওকে দিল্লিতে থাকার অনুরোধ করেছিলাম। দলে নিজের জায়গা করে নিতে হবে। সরাসরি সুযোগ পাওয়ার গ্যারান্টি নেই।' আইপিএলেও সাফল্য পাননি রানা। রাজস্থান রয়্যালসের হয়ে ১১ ম্যাচে ২১৭ রান করেন। রানাকে দিল্লি কতটা খোলা হাতে স্বাগত জানায়, সেটাই দেখার।