আজকাল ওয়েবডেস্ক: এশিয়া কাপ দরজায় কড়া নাড়ছে। এক সপ্তাহ পরে ভারত-পাকিস্তান ম্যাচ। পাকিস্তানের হয়ে বড় ভূমিকা নেবেন শাহিন আফ্রিদি। তবে বিরাট কোহলির সঙ্গে তাঁর দ্বৈরথ আর দেখতে পাবে না বিশ্ব। টি-২০ থেকে অবসর নিয়েছেন ভারতের মহাতারকা। ছয় ইনিংসে তাঁর বিরুদ্ধে ৮৮ রান করেন কোহলি। দু'বার আউট হন। তবে সেই লড়াই মিস করবে ক্রিকেটমহল। তবে এখনও একদিনের ক্রিকেট খেলেন বিরাট। ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত খেলা চালিয়ে গেলে, আবার ইন্দো-পাক তারকার দ্বৈরথ দেখার সম্ভাবনা থাকবে। সম্প্রতি একটি পডকাস্টে তাঁকে প্রশ্ন করা হয়, কোন ব্যাটারের বিরুদ্ধে বল করতে সবচেয়ে সমস্যায় পড়তে হয় তাঁকে। তাঁর উত্তর শুনে অনেকেই অবাক হয়ে যায়।

ভারতীয় কোনও তারকা নয়। অর্থাৎ, বিরাট কোহলির নাম নেননি তিনি। অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের কোনও ব্যাটারও না। তিনি দক্ষিণ আফ্রিকার তারকা। শাহিন বলেন, 'হাসিম আমলা। আমি ওর বিরুদ্ধে টেস্ট এবং একদিনের ম্যাচ খেলেছি। ও কঠিন প্রতিপক্ষ। ইংল্যান্ডের টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট ভাইটালিটি ব্লাস্টে আমি ওর বিরুদ্ধে ম্যাচ খেলেছি। ও খুব ভাল ব্যাটার। যা করে নিপুণভাবে করে। বিরাট কোহলি আলাদা প্লেয়ার। কিন্তু হাসিম ভাই ওর থেকে কঠিন।' 

আগের মাসে ত্রিনিদাদে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে ইতিহাস রচনা করেন আফ্রিদি। প্রথমে বল করে ২৮০ রানে ওয়েস্ট ইন্ডিজের ইনিংস শেষ করে দেয় পাকিস্তান। জবাবে পাঁচ উইকেট হাতে থাকতে ৪৮.৫ ওভারে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। চার উইকেট নেন শাহিন। দলকে জিততে সাহায্য করেন। ৬৫টি একদিনের ম্যাচে ১৩১ উইকেট তুলে নেন পাক পেসার। এই সংখ্যক ম্যাচ খেলে পাকিস্তানের ক্রিকেটে তিনি সর্বোচ্চ উইকেট সংগ্রহকারী। দ্বিতীয় স্থানে রশিদ খান। বর্তমানে সংযুক্ত আরব আমিরশাহিতে টি-২০ ত্রিদেশীয় সিরিজ খেলছেন শাহিন। রবিবার ফাইনালে আফগানিস্তানের মুখোমুখি পাকিস্তান।