আজকাল ওয়েবডেস্ক: সিডনি টেস্টে বুমরাকে কীভাবে সামলাবে অস্ট্রেলিয়া, সেই কৌশল ফাঁস করলেন অজি অধিনায়ক প্যাট কামিন্স।
সিডনি টেস্টের বল গড়ানোর আগে বর্ডার-গাভাসকর ট্রফির ফলাফল ২-১। অস্ট্রেলিয়া এগিয়ে রয়েছে।
ভারতকে সিরিজে ফিরতে হলে জিততেই হবে সিডনিতে। ভারতের সিডনি জয়ের উপরে নির্ভর করছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার স্বপ্ন।
সিডনি টেস্টের বল গড়ানোর আগে প্যাট কামিন্স ভারতের তারকা পেসার বুমরা প্রসঙ্গে বললেন, ''বুমরা খুব ভাল বোলিং করছে। ওর মানসিকতা খুব কঠিন। আমি ব্যাটিং অর্ডারে নীচের দিকে নামি। আমি যখন ব্যাট করতে নামব, ততক্ষণে ও অনেক ওভার করে ফেলবে। ফলে সেই সময়ে বুমরাকে খেলা সুবিধা জনক হবে। আমি বুমরাকে বিভিন্ন ফরম্যাটে খেলেছি। ও সব সময়ে চ্যালেঞ্জ ছুড়ে দেয়।''
তাঁর হাত থেকে অস্ট্রেলিয়ার ব্যাটারদের রক্ষা করার জন্য অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ রসিকতার আশ্রয়ে বললেন, ডান হাতে আর বল করতে দেওয়া যাবে না বুমরাকে।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যালবানিজ নতুন বছরের প্রথম দিন এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছিল। সেই অনুষ্ঠানে যোগ দিয়েছিল ভারত ও অস্ট্রেলিয়া।
অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ওই অনুষ্ঠানে বুমরার বোলিংয়ের প্রশংসা করেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী। বুমরার হাত থেকে যাতে অজি ব্যাটারদের রক্ষা করা যায়, তার জন্য অ্যালবানিজ মজা করে বলেন, ''আমরা একটা আইন পাস করতে পারি। সেই আইন অনুযায়ী, বুমরাকে বাঁ হাত দিয়ে বল করতে হবে।''
বুমরাকে নিয়ে আশঙ্কিত অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী। আশঙ্কিত কামিন্সও।
