আজকাল ওয়েবডেস্ক: ফর্মে ফিরলেন পৃথ্বী শ। সোমবার চণ্ডীগড়ের বিরুদ্ধে রঞ্জি ট্রফির ম্যাচে মহারাষ্ট্রের হয়ে প্রথম দ্বিশতরান মুম্বইয়ের ব্যাটারের। মুম্বই থেকে মহারাষ্ট্রে আসার পর এটা তাঁর দ্বিতীয় ম্যাচ। এদিন ১৪১ বলে নতুন দলের হয়ে প্রথম শতরান পান। খেলার তৃতীয় দিন এই কীর্তি করেন। প্রথম ইনিংসে মাত্র আট রানে আউট হন পৃথ্বী। কিন্তু দ্বিতীয় ইনিংসে প্রত্যাবর্তন করেন। প্রথম ইনিংসের শেষে ১০৪ রানে এগিয়ে ছিল মহারাষ্ট্র। তৃতীয় দিনের শেষে টুর্নামেন্টর ইতিহাসে দ্বিতীয় দ্রুততম শতরান করেন পৃথ্বী। ২০ মাসে এটা তাঁর প্রথম শতরান। 

রঞ্জি ট্রফিতে দ্রুততম দ্বিশতরান করার রেকর্ড রবি শাস্ত্রীর দখলে। ১৯৮৫ সালে ১২৩ বলে ডবল সেঞ্চুরি করেন। গত সপ্তাহে মহারাষ্ট্রের হয়ে কেরলের বিরুদ্ধে শুরুটা খারাপ করেননি পৃথ্বী। প্রথম ইনিংসে শূন্য করলেও, দ্বিতীয় ইনিংসে অর্ধশতরান করে পুষিয়ে দেন। প্রথম শ্রেণীর ক্রিকেটে দ্রুততম শতরানের মালিক হায়দরাবাদের ওপেনার তন্ময় আগরওয়াল। ২০২৪ জানুয়ারিতে রঞ্জি ট্রফি প্লেট টুর্নামেন্টে ১১৯ বলে মাইলস্টোনে পৌঁছন। ২০১৮ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক ছিলেন পৃথ্বী। ৫৯টি প্রথম শ্রেণীর ম্যাচে তাঁর রান ৪৬৩১। গড় ৪৫.৮৫। তারমধ্যে রয়েছে ১৩টি শতরান এবং ১৯টি অর্ধশতরান। সর্বোচ্চ রান ৩৭৯। লিস্ট এ ম্যাচে তাঁর রান ৩৩৯৯। টি-২০ তে তাঁর রান ২৯০২। 

২০১৭ সালে মুম্বইয়ের হয়ে তামিলনাড়ুর বিরুদ্ধে রঞ্জি ট্রফিতে অভিষেক হয় পৃথ্বীর। তাঁর সঙ্গে তুলনা টানা হয় শচীন তেন্ডুলকরের। শুরুটা দারুণ করেন। কিন্তু বেহিসেবী জীবনযাত্রার জন্য ক্রমশ পিছিয়ে পড়েন। লাল বলের দলে জায়গা হারান। এরপর নতুনভাবে শুরু করতে মুম্বই থেকে মহারাষ্ট্রে যোগ দেন। ২০২৫ আইপিএলের মেগা নিলামে অবিক্রিত থাকেন। মহারাষ্ট্রের হয়ে প্রথম ম্যাচেই নজর কাড়েন। আগস্টে বুচিবাবু টুর্নামেন্টে ছত্তিশগড়ের বিরুদ্ধে শতরান করেন। ১৫ অক্টোবর কেরলের বিরুদ্ধে রঞ্জিতে মহারাষ্ট্রের হয়ে অভিষেক হয় প্রতিভাবান ক্রিকেটারের। কিন্তু প্রথম ইনিংসে ডাহা ব্যর্থ। চার বলে শূন্য করেন। তবে দ্বিতীয় ইনিংসে ফর্মে ফেরেন। ১০২ বলে ৭৫ রান করেন।