আজকাল ওয়েবডেস্ক: পাঞ্জাব কিংসকে ফাইনালে প্রায় জিতিয়েই দিয়েছিলেন শশাঙ্ক সিং। একের পর এক ছক্কা মারলেও শেষ পর্যন্ত চোখের জল ফেলতে হয় শশাঙ্ককে। 

এহেন শশাঙ্ক মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে কোয়ালিফায়ার ২-তে প্রায় দলকে ডুবিয়ে দিচ্ছিলেন। দায়সাড়া ভাবে রান নিতে গিয়ে রান আউট হন তিনি। যা দেখার পরে খেলার শেষে পাঞ্জাব অধিনায়ক শ্রেয়স আইয়ার তাংকে তীব্র ভর্ৎসনা করেন। 

সেই প্রসঙ্গে শশাঙ্ক সিং বলছেন, ''আমাকে চড় মারতেই পারত শ্রেয়স। আমার বাবা ফাইনাল পর্যন্ত আমার সঙ্গে কথা বলেননি। আমি খুবই ক্যাজুয়াল ছিলাম। বাগানে নয়, আমি যেন বিচে ঘুরে বেড়াচ্ছিলাম। খেলার মোক্ষম সময় ছিল। শ্রেয়স আমাকে বলে, তোমার কাছ থেকে এটা প্রত্যাশা করিনি। পরে আমাকে ডিনারে নিয়ে যায়।'' 

কোয়ালিফায়ার ২-তেই শ্রেয়স আইয়ার অবিশ্বাস্য ইনিংস খেলেছিলেন। ফাইনালে আবার শশাঙ্ক একটা সময়ে একাই লড়ছিলেন আরসিবির বিরুদ্ধে। শ্রেয়সের প্রশংসা করে শশাঙ্ক বলছেন, ''অনেকের সঙ্গে কথা বলে যা বুঝেছি, এই মুহূর্তে বিশ্ব ক্রিকেটে শ্রেয়সের থেকে ভাল ক্যাপ্টেন আর নেই। আমাদের স্বাধীনতা দিয়েছে। সবাইকে একই ভাবে দেখেছে। কাউকে বড়ো, কাউকে ছোট করেনি। কেউ বলতে পারবে না শ্রেয়সের ইগো আছে। ড্রেসিং রুমে অল্পবয়সিদের কাছে ঠাণ্ডা মাথার অভিভাবক। আগেই বলে রেখেছিল খেলা চলাকালীন কারওর যদি কোনও আইডিয়া আসে, তাহলে যেন ওকে জানানো হয়।'' শ্রেয়স যদি মনে করতেন, এই পরামর্শ কাজে আসবে, তা হলে সঙ্গে সঙ্গে তা গ্রহণ করতেন তিনি। শশাঙ্ক এই কারণেই শ্রেয়সের কথা বলছেন জোর গলায়।