আজকাল ওয়েবডেস্ক: টেস্ট ক্রিকেটের ইতিহাসে লজ্জার হার পাকিস্তানের। ঘরের মাঠে বাংলাদেশের কাছে ১০ উইকেটে হার। এই জঘন্য পারফরমেন্স শান মাসুদ এবং তাঁর দলকে প্রশ্নের মুখে ফেলে দিয়েছে। চারদিক থেকে সমালোচনা ধেয়ে আসছে। প্রাক্তন ক্রিকেটার থেকে সমর্থক, কেউই ছেড়ে কথা বলছে না। প্রথম ইনিংসে প্রায় সাড়ে চারশো রান করার পরও হার। মহম্মদ রিজওয়ানের দ্বিশতরানের অপেক্ষা না করেই ইনিংস ঘোষণা করেছিলেন পাকিস্তান অধিনায়ক। সবমিলিয়ে এবার সমালোচনার তীরে বিদ্ধ তিনি। তারমধ্যে হারের এক অদ্ভুত কারণ তুলে ধরলেন রামিজ রাজা। খুঁজে বের করলেন ভারতের যোগ। বাংলার বাঘের কাছে হারার কারণগুলোর মধ্যে এশিয়া কাপের সূত্র বের করেন প্রাক্তন ক্রিকেটার। জানান, এশিয়া কাপে ভারতীয়দের পাকিস্তানের বোলারদের তুলোধোনা করা থেকেই পতনের সূত্রপাত। রামিজ রাজা বলেন, 'প্রথমত, দল নির্বাচনে ভুল হয়েছে। কোনও স্পিনার ছিল না দলে। দ্বিতীয়ত, আমাদের ফাস্ট বোলারদের যা সুনাম ছিল, সেটা নষ্ট হয়ে গিয়েছে। দলে আত্মবিশ্বাসের অভাব রয়েছে। এই পতন শুরু হয় এশিয়া কাপ থেকে। যখন পেস সহায়ক উইকেটে ভারতীয় ব্যাটাররা আমাদের বোলারদের পিটিয়ে ছাতু করে। তারপর থেকে আমাদের ফাস্ট বোলিংয়ের সাফল্যের রহস্য বিশ্বের কাছে ফাঁস হয়ে যায়। সবাই জেনে যায়, আক্রমণই প্রধান অস্ত্র। পেসারদের গতি কমে গিয়েছে। একই সঙ্গে দক্ষতাও। বাংলাদেশের ফাস্ট বোলাররা বেশি কার্যকরী ছিল। একজন আদর্শ ফাস্ট বোলারের অভাবে বাংলাদেশের এই ব্যাটিং লাইন আপও মাথা তুলে দাঁড়ায়।' 

শুধুমাত্র বোলিংয়ের সমালোচনা করে থেমে থাকেননি পাকিস্তানের ক্রিকেট বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান। পরিবেশ এবং পরিস্থিতি না বোঝার জন্য অধিনায়ক শান মাসুদেরও মুন্ডুপাত করেন। রামিজ রাজা বলেন, 'বর্তমানে শান মাসুদ হারের মধ্যে দিয়ে যাচ্ছে। অস্ট্রেলিয়ায় পাকিস্তানের পক্ষে সিরিজ জেতা কঠিন। কিন্তু ঘরের মাঠে বাংলাদেশের মতো একটা দলের কাছে হার। তাও আবার পরিবেশ এবং পরিস্থিতি না বুঝে। ব্যাটাররাও নিজেদের মেলে ধরতে পারেনি। বোলারদের পারফরমেন্স জঘন্য। মাসুদকেও নিজের ব্যাটিংয়ে উন্নতি করতে হবে। একইসঙ্গে দেখাতে হবে ওর ক্রিকেট বোধ আছে। ও অভিজ্ঞ অধিনায়ক। পিএসএল এবং কাউন্টিতে নেতৃত্ব দিয়েছে। আমি জানি না আগস্ট মাসে রাওয়ালপিন্ডির উইকেটে কীভাবে চারজন পেসারকে নিয়ে খেলল।' রামিজ জানান, নিজের ব্যাটিংয়ে উন্নতি করতে না পারলে দ্রুত দল থেকে বাদ পড়তে হবে মাসুদকে।