আজকাল ওয়েবডেস্ক: উত্তরাখণ্ডের পর গুজরাট। ইডেনে রঞ্জির দুটো ম্যাচেই সরাসরি জয় তুলে নিল বাংলা। ঘরে প্রথম ম্যাচের পর দ্বিতীয় ম্যাচেও এল ৬ পয়েন্ট। দুই ম্যাচ খেলে বাংলার পয়েন্ট এখন ১২। বাংলার জয়ের নায়ক মহম্মদ সামি। দ্বিতীয় ইনিংসে ৩৮ রানে নিলেন পাঁচ উইকেট। ম্যাচে আট উইকেট পেলেন সামি। শাহবাজ আহমেদের দ্বিতীয় ইনিংসে শিকার তিনটি।
বাংলা প্রথম ইনিংসে তুলেছিল ২৭৯। জবাবে গুজরাট থেকে গিয়েছিল ১৬৭ রানে। ৬ উইকেট নিয়েছিলেন শাহবাজ। ম্যাচে তিনি পেলেন ৯ উইকেট। এরপর দ্বিতীয় ইনিংসে বাংলা ২১৪/৮ তুলে ডিক্লেয়ার করে। গুজরাটের জয়ের লক্ষ্য দাঁড়ায় ৩২৭। কিন্তু সামির আগুনে বোলিংয়ে গুজরাট থেমে গেল ১৮৫ রানে। বাংলা জিতল ১৪১ রানে।
আরও পড়ুন: বুধবার থেকে শুরু টি–টোয়েন্টি সিরিজ, রান খরা নিয়ে কী বললেন সূর্য জানুন
উর্ভিল প্যাটেল অপরাজিত থাকেন ১০৯ রানে। জয়মীত প্যাটেল করেন ৪৫ রান। এছাড়া আর্য দেশাই করেন ১৩। বাকিরা শূন্য বা এক রানে ফিরে গিয়েছেন।
উত্তরাখণ্ডের বিরুদ্ধে সামি নিয়েছিলেন ৭ উইকেট। গুজরাটের বিরুদ্ধে পেলেন আট। দুই ম্যাচে ১৫ উইকেট। তবুও জাতীয় দলে উপেক্ষিত থাকছেন বাংলার পেসার। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ানডে বা টি–টোয়েন্টি দলে সুযোগ পাননি। যা নিয়ে রীতিমতো ক্ষোভ উগড়ে দিয়েছিলেন সামি। ফের মাঠে দিলেন জবাব।
মঙ্গলবার সামি ইনিংসের শুরুতেই ধাক্কা দিয়েছিলেন। প্রথম বলেই অভিষেক দেশাইকে ফেরান সামি। আর্য দেশাইকে ফেরান আকাশদীপ। সপ্তম ওভারে আউট মননও। কিন্তু সেখান থেকে গুজরাটকে টানা শুরু করেন উর্ভিল ও জয়মীত প্যাটেল। দুজনে বড় জুটিও গড়েন। সেখান থেকে বাংলাকে ম্যাচে ফেরান শাহবাজ। তারপর গুজরাট ব্যাটিংকে ধসিয়ে দিলেন সামি।
