আজকাল ওয়েবডেস্ক: লিডস টেস্টের পঞ্চম দিন ব্যাকফুটে ভারত। প্রথম সেশনে বিনা উইকেট হারিয়ে ৯৬ রান যোগ করে ইংল্যান্ড। দ্বিতীয় সেশনে জ্যাক ক্রলি এবং বেন ডাকেটের জোড়া উইকেট তুলে নেয় প্রসিদ্ধ কৃষ্ণ। কিন্তু ততক্ষণে ম্যাচ অনেকটাই হাতের বাইরে চলে গিয়েছে। কিন্তু আশা রাখার বার্তা দিলেন রবি শাস্ত্রী। বিরাট কোহলির প্রসঙ্গ তুলে আনেন টিম ইন্ডিয়ার প্রাক্তন কোচ। ধৈর্য রাখার পরামর্শ দেন। শাস্ত্রী মনে করেন, আগের দিনের তুলনায় ভাল বল করেছে ভারতের বোলারের। ফোকাস ধরে রাখতে হবে। এখানেই প্রাক্তন অধিনায়কের প্রসঙ্গ তুলে ধরেন। রবি শাস্ত্রী বলেন, 'ভারতের একজন কোহলি দরকার। কাউকে এই দায়িত্ব দেওয়া উচিত। কোহলি একাই তিনজনের কাজ করতে পারত। চ্যালেঞ্জ ছুড়ে দিক।'
লিডস টেস্টে জঘন্য ফিল্ডিং ভারতের। একাধিক ক্যাচ ফস্কায়। যার খেসারত দিতে হয়। সঠিক ফিল্ড সাজানোর পরামর্শ দেন প্রাক্তন কোচ। শাস্ত্রী বলেন, 'আরও অ্যাটাকিং ফিল্ড সাজাতে হবে। স্পষ্ট মনোভাব রাখতে হবে। দেখাতে হবে জিততে চাই। ক্যাচিং ফিল্ডার রাখতে হবে।' উইকেট ছাড়া জয়ের কোনও সম্ভাবনা নেই ভারতের। বেন ডাকেটের ব্যাটে ভর করে জয়ের দিকে এগিয়ে যাচ্ছে ইংল্যান্ড। বৃষ্টিতে কিছুক্ষণ খেলা বন্ধ থাকার পর জোড়া উইকেট তুলে নেয় ভারত। কিন্তু তাতে বিশেষ পার্থক্য গড়েনি।
