আজকাল ওয়েবডেস্ক: টেস্ট ব়্যাঙ্কিংয়ে এগোলেন বেন স্টোকস এবং রবীন্দ্র জাদেজা। চতুর্থ টেস্টে পারফরম্যান্সের জেরে অনেকটাই এগিয়ে গেলেন ভারত এবং ইংল্যান্ডের দুই তারকা। অলরাউন্ডারদের মধ্যে তৃতীয় স্থানে উঠে এলেন স্টোকস। একনম্বর স্থান ধরে রাখলেন রবীন্দ্র জাদেজা। ভারতীয় অলরাউন্ডারের রেটিং পয়েন্ট ৪২২। তিন ধাপ ওপরে উঠে আসেন স্টোকস। ২০২২ ডিসেম্বরের পর এটাই ইংল্যান্ড অলরাউন্ডারের সর্বোচ্চ ব়্যাঙ্কিং। শুধুমাত্র অলরাউন্ডার হিসেবে নয়, ব্যাটার এবং বোলার হিসেবেও এগোলেন বিগ বেন। ব্যাট হাতে ১৪১ রান করেন। তুলে নেন ৬ উইকেট। তারমধ্যে রয়েছে প্রথম ইনিংসে পাঁচ উইকেট। ব্যাটারদের তালিকায় আট ধাপ ওপরে উঠে ৩৪ নম্বরে চলে আসেন। বোলারদের মধ্যে ৪২তম স্থানে রয়েছেন।
অন্যদিকে নিজের জায়গা ধরে রাখেন জাদেজা। ম্যাঞ্চেস্টারে দ্বিতীয় ইনিংসে ১১৭ রান এবং চার উইকেটে তাঁর রেটিং পয়েন্ট ১৩ বেড়ে গিয়েছে। অলরাউন্ডারদের ব়্যাঙ্কিংয়ে বাংলাদেশের মেহদি হাসানের থেকে ১১৭ পয়েন্ট এগিয়ে তিনি। ব্যাটারদের তালিকায়ও এগোলেন জাড্ডু। পাঁচ ধাপ ওপরে উঠে ২৯ নম্বরে উঠে আসেন। বোলারদের তালিকায় একধাপ এগিয়ে ১৪ নম্বরে এলেন। ওল্ড ট্র্যাফোর্ডে ১৫০ রান করায় ব্যাটারদের মধ্যে একনম্বর স্থান ধরে রাখলেন জো রুট। দ্বিতীয় স্থানে থাকা কেন উইলিয়ামসনের থেকে ৩৭ রেটিং পয়েন্টে এগিয়ে ইংলিশ তারকা। বেন ডাকেট এবং জ্যাক ক্রলিও ব়্যাঙ্কিংয়ে এগোলেন। পাঁচধাপ এগিয়ে প্রথম দশে ঢুকে পড়লেন ডাকেট। দ্বিতীয়জন ৪৩ নম্বরে।
ব়্যাঙ্কিংয়ে এগোন ওয়াশিংটন সুন্দরও। চতুর্থ টেস্টের দ্বিতীয় ইনিংসে ১০১ রান তাঁকে আটধাপ এগিয়ে দিয়েছে। ব্যাটারদের মধ্যে ৬৫ নম্বরে উঠে এলেন। অলরাউন্ডারদের মধ্যেও আটধাপ এগিয়ে যৌথভাবে ১৩ নম্বরে উঠে এলেন। লাল বলের ক্রিকেটে ফিরেই ক্রমতালিকায় উন্নতি জোফ্রা আর্চারের। তিন উইকেট নিয়ে ৩৮ ধাপ এগিয়ে ৬৩ নম্বরে ইংল্যান্ডের পেসার। টি-২০ ক্রিকেটে ব্যাটারদের মধ্যে প্রথমবার একনম্বর স্থান দখল করলেন অভিষেক শর্মা। এর আগে দুই নম্বরে ছিলেন। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ মিস করায় সিংহাসনচ্যুত হন ট্রাভিস হেড। সংক্ষিপ্ত ফরম্যাটে ব়্যাঙ্কিংয়ে একাধিক পরিবর্তন হয়েছে। ব্যাটারদের মধ্যে নয় নম্বরে উঠে এলেন জস ইংলিশ। এগোলেন টিম ডেভিড এবং ক্যামেরুন গ্রিন। এগোন ওয়েস্ট ইন্ডিজের ব্রান্ডন কিংও। বোলিং ব়্যাঙ্কিংয়ে কোনও পরিবর্তন নেই। একনম্বরে জেকব ডাফি। অস্ট্রেলিয়ার ফাস্ট বোলার ন্যাথান এলিসও ক্রমতালিকায় এগোন।
প্রসঙ্গত, ম্যাঞ্চেস্টার টেস্টের ফাইনাল দিন বেন স্টোকসের আচরণের কড়া সমালোচনা করেন মহম্মদ কাইফ। তিনি মনে করেন, রবীন্দ্র জাদেজার সঙ্গে মাঠে ঝামেলার পর যাবতীয় সম্মান খুইয়েছেন ইংল্যান্ডের অধিনায়ক। ওয়াশিংটন সুন্দর এবং জাদেজা যখন শতরানের কাছাকাছি, তখন এই ঘটনা ঘটে। জেতা ম্যাচ হাতছাড়া হওয়ার কথা মেনে নিতে পারেননি স্টোকস। জাদেজার দিকে এগিয়ে হাত মেলাতে চান। টেস্ট ড্রয়ের ইঙ্গিত দেন। কিন্তু হাত মেলাননি ভারতীয় অলরাউন্ডার। ব্যাট করতে থাকেন। সাধারণ বাক্যালাপ কথাকাটাকাটির পর্যায় পৌঁছে যায়। দুই ভারতীয় ব্যাটারের ফোকাস নষ্ট করার চেষ্টা করে ইংল্যান্ডের ক্রিকেটাররা। কিন্তু তাতে সফল হয়নি স্টোকসের দল।
