আজকাল ওয়েবডেস্ক: গতবার ফিল সল্টকে নেওয়ার আগ্রহ দেখায়নি কোনও ফ্র্যাঞ্চাইজি। এবার সেই সল্টকে নেওয়ার জন্যই কাড়াকাড়ি পড়ে যায়। সাড়ে ১১ কোটি টাকার বিনিময়ে সল্টকে নেয় আরসিবি। নতুন ঠিকানা খুঁজে পাওয়ার পরে সল্ট উচ্ছ্বসিত অন্য একটা কারণেও। বিরাট কোহলির সঙ্গে তিনি জুটি বাঁধতে পারবেন আইপিএলে।
২০২৩ সালের আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেন। পরের বার তাঁকে নিয়ে কেউই আগ্রহ দেখায়নি। জেসন রয় সরে যাওয়ায় সল্টকে সেবার নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। গতবার ৪৩৫ রান করেন তিনি। সুনীল নারাইনের সঙ্গে জুটিতে ঝড় তুলতেন তাঁরা।
এবারের মেগা নিলামের আগে সল্টকে রিটেন করেনি কেকেআর।
নিলামে অবশ্য সল্টকে দলে নেওয়ার মরিয়া চেষ্টা একটা করেছিল কলকাতা। নিলামে সল্টকে নিয়ে প্রবল লড়াই হয়। ভেঙ্কটেশ আইয়ারের পিছনে ২৩.৭৫ কোটি টাকা খরচ হয়ে যাওয়ায় সল্টকে আর নেওয়া হয়নি।
সল্ট বলেন, ''রিটেন করা নিয়ে কলকাতার সঙ্গে আলোচনা খুব একটা হয়নি। আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার পরে কেকেআরের কাজটাই ছিল সবচেয়ে কঠিন।'' তবে সল্ট বিরাট কোহলির সতীর্থ হতে পারায় খুশি। আরসিবি কোচ অ্যান্ডি ফ্লাওয়ার আগেই জানিয়েছেন, বিরাট আর সল্ট ওপেন করবেন। সল্ট বলেছেন, ''বিরাটের বিরুদ্ধে খেলার সময় ওর সঙ্গে অল্পবিস্তর কথা হয়েছে। হাসিঠাট্টা হয়েছে। এবার ওর সঙ্গে খেলার জন্য মুখিয়ে রয়েছি।''
