আজকাল ওয়েবডেস্ক: আরও একটি পালক যুক্ত হল তারকা উইকেটকিপার ব্যাটারের মুকুটে। ভারতীয় ক্রিকেটের দুই মহারথীকে টেক্কা দিলেন ঋষভ পন্থ। পেছনে ফেললেন বিরাট কোহলি এবং রোহিত শর্মাকে। ভারতীয় ক্রিকেটারদের মধ্যে বছরে ক্রিকেট থেকে সর্বোচ্চ আয়ের হিসেবে একনম্বরে পন্থ। সৌজন্যে সদ্য আইপিএলের নিলাম। মেগা নিলামে ভারতীয় উইকেটকিপার ব্যাটারকে ২৭ কোটিতে কেনে লখনউ সুপার জায়ান্টস। এখানেই বাকিদের ছাপিয়ে যান। তারসঙ্গে রয়েছে বিসিসিআইয়ের গ্রেড বি চুক্তি। যার থেকে বছরে আরও তিন কোটি আয় পন্থের। বছরে ক্রিকেট থেকে মোট আয় ৩০ কোটি। যা বিরাট এবং রোহিতের থেকে বেশি।
বোর্ডের কেন্দ্রীয় চুক্তি ঘোষণার সময় চোট সারিয়ে মাঠে ফেরার প্রক্রিয়া চলছিল ভারতীয় উইকেটকিপার ব্যাটারের। তবে বর্তমানে তিন ফরম্যাটেই খেলছেন ঋষভ। ফলে পরের চুক্তিতে পন্থকে গ্রেড এ+ বা গ্রেড এ-তে প্রমোট করা হবে। তাতে আয় আরও বাড়বে পন্থের। বর্তমানে বোর্ডের গ্রেড এ+ চুক্তিতে রয়েছেন বিরাট কোহলি এবং রোহিত শর্মা। অর্থাৎ বিসিসিআই থেকে বছরে দুই তারকার আয় ৭ কোটি। মেগা নিলামের আগে ২১ কোটিতে কোহলিকে রিটেন করে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ১৬.৩ কোটিতে রোহিতকে রাখে মুম্বই। আইপিএল এবং বোর্ডের বেতন মিলিয়ে ক্রিকেট থেকে বছরে কোহলির আয় ২৮ কোটি, এবং রোহিতের ২৩.৩ কোটি। সেখানে পন্থের ৩০ কোটি। অর্থাৎ, বছরে ক্রিকেট থেকে অর্জন করা আয়ের বিচারে দু'জনকেই টেক্কা দিলেন তারকা উইকেটকিপার ব্যাটার। প্রায় দেড় বছর পর মাঠে ফিরেই নজর কাড়েন। আইপিএলের পারফরম্যান্স দিয়ে টি-২০ বিশ্বকাপের দলে জায়গা করে নেন পন্থ। তারপর থেকে গ্রাফ শুধুই ঊর্ধ্বমুখী। আইপিএলের মেগা নিলামে যার পুরস্কার পেলেন তারকা উইকেটকিপার ব্যাটার। নিলামে রেকর্ড অঙ্কে তাঁকে কেনে এলএসজি। নেতৃত্বের দৌড়েও এগিয়ে তারকা উইকেটকিপার। আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি ক্রিকেটার হওয়ার পর এবার ভারতীয় ক্রিকেটের আঙিনায়ও সিংহাসনে পন্থ।
