আজকাল ওয়েবডেস্ক: রোহিত শর্মার খারাপ ফর্ম নেতৃত্বে প্রভাব ফেলছে। এমন মনে করছেন মদন লাল। যশপ্রীত বুমরা‌র অধিনায়কত্বে প্রথম টেস্ট জেতার পর, অ্যাডিলেডে গোলাপী বলের টেস্ট ১০ উইকেটে হারে ভারত। টিম ইন্ডিয়ার অধিনায়ক হিসেবে টানা চার হার রোহিতের। বছরের শুরুতে ইংল্যান্ডের বিরুদ্ধে ভয়ডরহীন ব্যাটিংয়ের পর থেকে রানের খরা চলছে টিম ইন্ডিয়ার নেতার। বাংলাদেশের বিরুদ্ধে ডাহা ব্যর্থ। নিউজিল্যান্ডের বিরুদ্ধেও রান পাননি। খারাপ ফর্ম অস্ট্রেলিয়ায়ও অব্যাহত। অ্যাডিলেডে দুই ইনিংস মিলিয়ে মাত্র ৯ রান করেন। কেএল রাহুলকে ওপেনিং ছেড়ে দেন ভারত অধিনায়ক। নিজে নামেন ছয় নম্বরে। কিন্তু রান পাননি। মদন লাল মনে করছেন, খারাপ ফর্মের প্রভাব তাঁর নেতৃত্বে প্রভাব ফেলছে। ভারতের প্রাক্তন তারকা মনে করেন, যে পজিশনেই রোহিত ব্যাটিং করুক না কেন, রান পাওয়া অত্যন্ত জরুরি। 

মদন লাল বলেন, 'ওর ফর্ম নিয়ে প্রশ্ন উঠবেই। ও একটানা ব্যর্থতার মধ্যে দিয়ে যাচ্ছে। ও টপ ক্লাস প্লেয়ার। তবে ওকে রান করতে হবে। কখনও ফর্মে না থাকলে, তার প্রভাব অধিনায়কত্বে পড়ে। এক ম্যাচ পার্থক্য গড়ে দিতে পারে। তবে ওকে রানে ফিরতেই হবে। যে পজিশনে খেলুক না কেন, রান করতেই হবে। কারণ ও বিশ্বমানের প্লেয়ার। একমাত্র রান করেই সমালোচনা বন্ধ করতে পারে।' নিউজিল্যান্ড সিরিজে তিন টেস্ট মিলে মাত্র ৯১ রান করেন রোহিত। গড় ১৫.১৭। বাংলাদেশের বিরুদ্ধে দুই টেস্টে ৪২ রান। গড় ১০.৫০। দীর্ঘদিন ধরে পার্পল প্যাচ চলছে ভারত অধিনায়কের। পারথ টেস্টে বিরাট কোহলি ফর্মে ফিরলেও, এখনও ফর্মের সন্ধানে রোহিত। বর্ডার-গাভাসকর ট্রফির তৃতীয় টেস্টে ছন্দে ফিরতে মরিয়া থাকবেন ভারত অধিনায়ক।