আজকাল ওয়েবডেস্ক: অলিম্পিক শেষ হতেই সোশ্যাল মিডিয়ায় আচমকাই চর্চায় বিষয় হয়ে উঠলেন সাইনা নেওয়াল। পডকাস্টে করা একটি মন্তব্য নিয়ে ইন্টারনেট তোলপাড়। ইন্টারভিউতে সাইনা জানান, নীরজ চোপড়া টোকিও অলিম্পিকে সোনা জেতার পর তিনি জানতে পারেন, জ্যাভলিন অলিম্পিকের অঙ্গ। তিনি বলেছিলেন, '২০২১ টোকিও অলিম্পিকে নীরজ সোনা জেতার পর জানতে পারি অ্যাথলেটিক্সে এমনও একটা ইভেন্ট আছে।' খুব সরলভাবেই তিনি এটা বলেন। যা শুনে অনেকেই অবাক হন। সেই থেকেই সোশ্যাল মিডিয়ায় ট্রোল করা হচ্ছে সাইনাকে। তাঁকে 'স্পোর্টসের কঙ্গনা রানাউত' বলা হয়েছে। এবার সেই ট্রোলের জবাব দিলেন ব্যাডমিন্টন তারকা। 

তিনি দাবি করেন, বাড়িতে বসে মন্তব্য করা খুব সহজ। তবে খেলে দেশের জন্য পদক আনা কঠিন। সাইনা বলেন, 'কমপ্লিমেন্টের জন্য ধন্যবাদ। কঙ্গনা সুন্দরী। তবে নিজের খেলায় আমাকে পারফেক্ট হতে হয়েছে। গর্বের সঙ্গে আমি একনম্বর স্থান দখল করেছি। ব্যাডমিন্টনে দেশকে পদক এনে দিয়েছি। আবার বলতে চাই, বাড়িতে বসে মন্তব্য করা সহজ। কিন্তু খেলা কঠিন। নীরজ আমাদের সুপারস্টার। ভারতে জ্যাভলিনের জনপ্রিয়তা ও বাড়িয়েছে।' নিজের এক্স হ্যান্ডেলে এই বার্তা দেন সাইনা। এর আগে যশপ্রীত বুমরাকে নিয়ে করা মন্তব্যেও ট্রোল হতে হয়েছিল তাঁকে।