আজকাল ওয়েবডেস্ক: সিডনি টেস্টের প্রথম দিনের শেষ ওভারে বুমরার সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েছিলেন স্যাম কনস্টাস। বর্ডার-গাভাসকর ট্রফি শেষ। সেই ঘটনা নিয়ে মুখ খুললেন অস্ট্রেলিয়ার ১৯ বছরের ক্রিকেটার। 

ভারতের প্রথম ইনিংস শেষ হয়েছিল ১৮৫ রানে। দিনের শেষ বলে উইকেট হারায় অস্ট্রেলিয়া। উসমান খোওয়াজা সময় নষ্ট করতে চাইছিলেন। অন্যদিকে বুমরা বল করার জন্য তৈরি ছিলেন। এই দু'জনের মধ্যে ঢুকে পড়েন কনস্টাস। নন স্ট্রাইক প্রান্তে থাকা কনস্টাস কিছু বলেন বুমরাকে উদ্দেশ্য করে। বুমরাও ফিরিয়ে দেন কনস্টাসকে। পরের বলেই খোওয়াজাকে ফেরান বুমরা। তিনি এবং ভারতীয় ক্রিকেটাররা প্রায় তেড়ে যান কনস্টাসের দিকে।

সেই ঘটনা প্রসঙ্গে ১৯ বছরের অজি ক্রিকেটার বলছেন, '' আমি লড়াইটা উপভোগই করছিলাম।  এটা আমার জন্য ভালো শিক্ষা। আমি সময় নষ্ট করার চেষ্টা করেছি,যাতে ভারত এক ওভার করতে না পারে। কিন্তু শেষ পর্যন্ বুমরাই জেতে। বুমরা বিশ্বমানের বোলার। এই সিরিজে ৩২টি উইকেট নিয়েছে। এরকম ঘটনা যদি ফের ঘটে,আমি আর কিছু বলব না।'' 

সিডনিতে বুমরার সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েন কনস্টাস। অভিষেক টেস্টে বিরাট কোহলি কাঁধ দিয়ে ধাক্কা মেরেছিলেন তাঁকে। ম্যাচ শেষে দু'জনে কথা বলে বিষয়টার নিষ্পত্তি ঘটান। 

কোহলির সঙ্গে কী কথা হলো কনস্টাসের? তিনি বলছেন, ''আমার আদর্শ কোহলি। সেটা বলেছিলাম। ওর বিরুদ্ধে খেলা সব সময়ে সম্মানের ব্যাপার। আমাকে শুভেচ্ছা জানিয়ে বলেছে, শ্রীলঙ্কা সফরে দলে থাকলে যেন ভাল করি। আমার পরিবার কোহলিকে পছন্দ করে। কোহলি কিংবদন্তি।''