আজকাল ওয়েবডেস্ক: বিরাট কোহলি ও রোহিত শর্মা দু'জনেই অবসর নিয়েছেন টেস্ট ফরম্যাট থেকে। 

দেশের প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় মঞ্জরেকর কিন্তু রোহিত ও কোহলিকে একই ব্র্যাকেটে বসাতে নারাজ। তাঁর মতে লাল বলের ফরম্যাটে রোহিতের থেকে বহু এগিয়ে কোহলি। 

সম্প্রতি মঞ্জরেকরকে বলতে শোনা গিয়েছে, ''রোহিত ও কোহলিকে একই ব্র্যাকেটে রাখার একটা প্রবণতা রয়েছে। আমরা তাদের নাম দিয়েছি রোকো। সাদা বলের ক্রিকেটে এই নাম দেওয়া হলে আমার কোনও আপত্তি নেই। কিন্তু লাল বলের ফরম্যাটের কথা বিবেচনা করা হলে আমি বলবো দুজনের মধ্যে কোনও তুলনাই নেই। আমি তাদের দুজনকে একই ব্র্যাকেটে রাখব না।'' 

রোহিতকে নিয়ে আরও বিতর্কিত মন্তব্য করেছেন মঞ্জরেকর। তাঁর দাবি, রোহিত যদি আসন্ন পাঁচ টেস্টের সিরিজে অংশ নিত, তাহলে তাঁর গড় তিরিশের নীচে চলে যেত।