আজকাল ওয়েবডেস্ক: ইংল্যান্ডের প্রাক্তন স্পিনার মন্টি পানেসার ভারতের নতুন একদিনের ক্রিকেটের অধিনায়ক হিসেবে শুভমন গিলকে নিয়োগের সিদ্ধান্তকে ‘মাস্টারস্ট্রোক’ বলে অভিহিত করেছেন। তাঁর মতে, ২৬ বছর বয়সি এই ওপেনারের মধ্যে অধিনায়ক হওয়ার গুণ আগে থেকেই রয়েছে। তাঁকে দায়িত্ব দেওয়া হলে আরও ভাল পারফরম্যান্স করবেন তিনি। বিসিসিআইয়ের নির্বাচক কমিটির চেয়ারম্যান অজিত আগরকর জানিয়েছেন, তিনি ব্যক্তিগতভাবে রোহিত শর্মাকে এই সিদ্ধান্তের বিষয়ে অবগত করেছেন। রোহিতকে ওডিআই নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে, আর তাঁর জায়গায় নতুন অধিনায়ক হচ্ছেন শুভমান গিল।

গিলের প্রথম অধিনায়কত্বের সিরিজ হবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিনটি ওডিআই ম্যাচ, যা শুরু হবে আগামী ১৯ অক্টোবর। ঘোষণার পর ক্রিকেট মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেলেও পানেসার এই পদক্ষেপকে আন্তরিকভাবে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, ‘আমি মনে করি এটা দারুণ সিদ্ধান্ত। শুভমান গিল দুর্দান্ত পারফর্ম করছে। রোহিত শর্মা দলে থাকাকালীন ওকে অধিনায়ক করা হলে রোহিত ওকে গাইড করতে পারবে। এটা একেবারে সঠিক পদক্ষেপ। ইংল্যান্ডেও আমরা দেখেছি, গিল স্বভাবতই একজন নেতা।’

তিনি আরও যোগ করেন, ‘যখনই ওকে দায়িত্ব দেওয়া হয়, তখনই গিলের সেরাটা বেরিয়ে আসে। আমার বিশ্বাস, এই ওডিআই সিরিজে আমরা ওর সেরা পারফরম্যান্স দেখব। আমি অবাক হব না যদি পরবর্তীতে ওকে টি-টোয়েন্টি দলের নেতৃত্বও দেওয়া হয়।’ অন্যদিকে, নতুন দায়িত্ব পেয়ে উচ্ছ্বসিত শুভমন গিল জানিয়েছেন, তাঁর লক্ষ্য ২০২৭ সালের বিশ্বকাপ। বিসিসিআই প্রকাশিত এক ভিডিওতে তিনি বলেন, ‘দেশের হয়ে ওডিআই দলের নেতৃত্ব দেওয়া এক বিশাল সম্মান। আমাদের সামনে প্রায় ২০টি ওডিআই ম্যাচ আছে বিশ্বকাপের আগে, এবং আমাদের চূড়ান্ত লক্ষ্য দক্ষিণ আফ্রিকা থেকে বিশ্বকাপ নিয়ে ফেরা।’

বিশেষজ্ঞদের মতে, ভারতের ভবিষ্যৎ নেতৃত্ব কাঠামোয় এই সিদ্ধান্ত একটি সাহসী ও দূরদৃষ্টিসম্পন্ন পদক্ষেপ, যা আগামী প্রজন্মের জন্য দৃষ্টান্ত স্থাপন করতে পারে। বিদেশের মাটিতে এই সিরিজ থেকেই শুভমান গিল হচ্ছেন নতুন অধিনায়ক। রোহিত শর্মার হাত থেকে অধিনায়কত্ব গিয়েছে পুরোপুরি। তবে দলে জায়গা পেয়েছেন হিটম্যান এবং বিরাট কোহলি। উইকেটকিপার হিসেবে খেলবেন কেএল রাহুল। সেকেন্ড চয়েস ধ্রুব জুড়েল। অন্যদিকে, সহ-অধিনায়ক হিসেবে নাম রয়েছে শ্রেয়স আইয়ারের।

তবে এই সিরিজে সম্ভবত বিশ্রাম দেওয়া হয়েছে যশপ্রীত বুমরাকে। পেস বোলিং বিভাগে রয়েছেন মহম্মদ সিরাজ, অর্শদীপ সিং, প্রসিদ্ধা কৃষ্ণা এবং হর্ষিত রানা। অলরাউন্ডার বিভাগে রয়েছেন নীতীশ রেড্ডি এবং ওয়াশিংটন সুন্দর। চ্যাম্পিয়ন্স ট্রফির পর এই প্রথম ভারতীয় দলের হয়ে মাঠে দেখা যাবে বিরাট কোহলি এবং রোহিত শর্মাকে। তবে টিম ইন্ডিয়ার অধিনায়ত্ব পুরোপুরি গেল রোহিত শর্মার হাত থেকে। এই সিরিজে মূল আকর্ষণই রোহিত এবং কোহলির প্রত্যাবর্তন।

যে কারণে একদিনের সিরিজে পুরো প্যাকড আপ স্টেডিয়াম থাকবে বলেই মনে করা হচ্ছে। ইতিমধ্যেই, টিকিটও বিক্রি হয়ে গিয়েছে বলে জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া ক্রিকেট। উল্লেখ্য, এই অস্ট্রেলিয়াতে খেলেই টেস্ট থেকে অবসর নিয়েছিলেন রোহিত শর্মা এবং বিরাট কোহলি। দীর্ঘ সময় পর সেই অস্ট্রেলিয়ার মাটিতেই নীল জার্সি গায়ে প্রত্যাবর্তন ঘটতে চলেছে দুই তারকার। পার্থে চলতি অক্টোবরেই শুরু হচ্ছে একদিনের ক্রিকেটের সিরিজ।