আজকাল ওয়েবডেস্ক: টেস্ট অভিষেকের পর থেকে সাফল্য অব্যাহত কামিন্দু মেন্ডিসের। বৃহস্পতিবার গালেতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের প্রথম দিনে ৫১ রানে অপরাজিত থেকে নতুন বিশ্ব রেকর্ড গড়লেন তিনি। ২৫ বছর বয়সী এই তারকা এখন টেস্ট ক্রিকেটের ১৪৭ বছরের ইতিহাসে প্রথম ব্যাটার যিনি তার প্রথম আটটি টেস্টে অর্ধশতরান করেছেন।

 

এর আগে এই রেকর্ডটি পাকিস্তানের শাহিদ শাকিলের দখলে ছিল, যিনি তার প্রথম সাতটি টেস্টে ফিফটি প্লাস স্কোর করেছিলেন। ভারতের সুনীল গাভাসকার (৬) এবং তিনজন আরও এই রেকর্ডে যৌথভাবে ছিলেন। কামিন্দুর জন্য এটি ছিল টেস্ট অভিষেকের পর আট নম্বর অর্ধশতরান যা তিনি দুই বছর আগে একই ভেন্যুতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অভিষেকের সময় থেকে শুরু করেছেন।

 

এছাড়া এদিন অ্যাঞ্জেলো ম্যাথিউজও নয়া মাইলফলক অর্জন করেন। গালেতে ২০০০ টেস্ট রান করার জন্য ষষ্ঠ ক্রিকেটার হিসেবে তিনি পরিচিত হন। এই তালিকায় জো রুট ও গ্রাহাম গুচের মতো কিংবদন্তিরাও রয়েছেন। অন্যদিকে, শতরান করেন দীনেশ চান্দিমাল। দিমুথ করুণারত্নের সঙ্গে ১২২ রানের জুটি গড়েন তিনি।