আজকাল ওয়েবডেস্ক: একদিনের আন্তর্জাতিকে টানা ১৭ ম্যাচ টস হারল টিম ইন্ডিয়া। যা এক বিরল ও লজ্জার রেকর্ড। ভারতের কোনও অধিনায়কই একদিনের আন্তর্জাতিকে টস জিততে পারছেন না। শুভমানও চলতি সিরিজে টানা দুটো ম্যাচে টস হারলেন। তবে এডিলেডের এই মাঠে ভারতের ইতিহাস ভাল। এডিলেডে শেষ পাঁচ ওয়ানডের ৪টিই জিতেছে টিম ইন্ডিয়া। এই মাঠের পিচও ব্যাটিং সহায়ক হয়।
এদিকে, এডিলেডে অপরিবর্তিত থাকল ভারতের প্রথম একাদশ। অর্থাৎ দলে রয়েছেন রোহিত। নেওয়া হয়নি কুলদীপকে। শোনা যাচ্ছিল কুলদীপকে খেলানো হতে পারে। কিন্তু তা হল না। আবার যশস্বীকে খেলানোর একটা পরিকল্পনা ছিল। কিন্তু সেটাও হয়নি। রোহিতেই রাখা হল আস্থা।
এদিকে, পারথের পর এডিলেডেও টস হারলেন শুভমান। অস্ট্রেলিয়া টস জিতে শুরুতে বোলিংয়ের সিদ্ধান্ত নিল। অর্থাৎ পারথের মতো এডিলেডেও শুরুতে ব্যাট করবে ভারত। যদিও টসের পর শুভমান জানান, টস জিতলে তিনিও প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিতেন।
তবে অস্ট্রেলিয়ার প্রথম একাদশে দুটি বদল হয়েছে। জশ ফিলিপের জায়গায় এসেছেন অভিজ্ঞ উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারি। আর নাথান এলিসের জায়গায় এসেছেন জেভিয়ার বার্টলেট।
তবে এডিলেডের আবহাওয়া নিয়ে চিন্তা থাকছে। গত দু’দিন এডিলেডে আকাশ মেঘলা ছিল, বৃষ্টিও হয়েছে। ফলে পিচে ভিজে ভাব রয়েছে। যা সুইং বোলারদের সাহায্য করবে। এই পরিস্থিতিতে মিচেল স্টার্ক বা জশ হ্যাজেলউড কতটা বিপজ্জনক হতে পারে সেটা সকলের জানা। প্রথম ওয়ানডেতে ওই সুইং সামলাতে পারেননি বিরাট কোহলি–রোহিত শর্মারা। তার উপর প্রথমে করতে হবে ব্যাট।
