আজকাল ওয়েবডেস্ক: কোপা দেল রে ফাইনালে এল ক্লাসিকো। সেই ফুটবল যুদ্ধকে কেন্দ্র করে সত্যি সত্যি যুদ্ধ যুদ্ধ গন্ধ। অতীতের সব নজির ছাপিয়ে গেল। রিয়াল-রেফারি উত্তেজনা নতুন মাত্রা পেল। রেফারির সঙ্গে লেগে গেল অ্যানচেলোত্তির দলের। 

রিয়াল মাদ্রিদের নিজস্ব টিভি আরএমটিভির মাধ্যমে রেফারিদের বিরুদ্ধে প্ররোচনার অভিযোগ আনা, রিয়ালের তরফ থেকে রেফারিদের প্রত্যাহারের আবেদন করা ও ফাইনালের আগে সংবাদ সম্মেলন না করা--শেষমেশ  ম্যাচ বয়কটের গুঞ্জন পর্যন্ত গড়িয়েছে ঘটনা।

কিন্তু শেষ পর্যন্ত যে খবর ভেসে আসছে, তাতে কোপা দেল রে ফাইনালে বার্সার বিরুদ্ধে খেলবে রিয়াল। 


কোপা দেল রে ফাইনালের ম্যাচ পরিচালনা করবেন রিকার্দো দে বুর্গোস বেনগোচিয়া ও ভিএআর হিসেবে পাবলো গঞ্জালেজ। তাঁদের নাম দেখেই বিরক্ত হয় রিয়াল মাদ্রিদ। 

এই দুই রেফারির অতীতের কিছু সিদ্ধান্ত রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে গিয়েছিল। দুই রেফারি সাংবাদিক বৈঠক করে জানায়, আরএমটিভি তাঁদের বিরুদ্ধে প্রচার চালাচ্ছে। যার জন্য ক্ষতিগ্রস্ত হচ্ছে তাঁদের পরিবারও। সোশ্যাল মিডিয়ায় অনেকেই গালমন্দ করছে বলে জানান তাঁরা। 

রিয়ালের এধরনের প্রচারে বেজায় চটেছেন রেফারিরা। এই ধরনের ঘটনায় স্প্যানিশ রেফারিরা ভবিষ্যতে ব্যবস্থা নিতে পারে সতর্ক করেন। 

কোচ কার্লো আনচেলোত্তি ও মিডফিল্ডার লুকা মডরিচের সাংবাদি বৈঠকে উপস্থিত থাকার কথা ছিল। কিন্তু তাঁরা যাননি। নির্ধারিত সময়ে অনুশীলন করতে নামেননি কিলিয়ান এমবাপে-ভিনি জুনিয়ররাও।

শোনা যায় কোপা দেল রে ফাইনাল বয়কট করবে রিয়াল। কিন্তু শেষ পর্যন্ত পাওয়া খবরে জানা গিয়েছে কোপা দেল রে ফাইনালে বার্সার বিরুদ্ধে মুখোমুখি হবে রিয়াল।