আজকাল ওয়েবডেস্ক: ক্রিকেটের সঙ্গে যুক্ত দীর্ঘদিন ধরেই। আইপিএলের সুবাদে। মুম্বই ইন্ডিয়ান্সের মুকেশ আম্বানির রিলায়েন্স ইন্ড্রাস্ট্রিজ। এবার ইংল্যান্ড ক্রিকেটের সঙ্গেও যুক্ত হল রিলায়েন্স।
২০০৮ সালে আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্স দলের মাধ্যমে তারা পা রেখেছিল ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের দুনিয়ায়। আর এবার তাঁরা কিনে ফেললেন ইংল্যান্ডের একটি ক্রিকেট দলকে। তবে শুধু আম্বানিরা নয়, আরও একাধিক ভারতীয় সংস্থা কিনে ফেলেছে ইংল্যান্ডের একাধিক দলকে।
বিষয়টা হচ্ছে, ইংল্যান্ডের ‘দ্য হান্ড্রেড’–এর ফ্র্যাঞ্চাইজি বিক্রি করেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। আর সেখানেই ওভালের দলের অংশীদারিত্ব কিনে নিয়েছে রিলায়েন্স। আর এবার খবর, সেই দলেরই নাম বদলের পথে তারা। তথ্য বলছে, ৬০ মিলিয়ন পাউন্ড বা ৭০৮ কোটি টাকার বিনিময়ে ইংল্যান্ডের এই দলের ৪৯ শতাংশ অংশীদারিত্ব কিনেছে রিলায়েন্স। আর এবার তারা চাইছে লন্ডন ইনভিনসিবলের নাম বদলে রাখা হোক এমআই লন্ডন।
রিলায়েন্সের দেওয়া এই প্রস্তাব এখনও চূড়ান্ত রূপ না পেলেও এই বিষয়ে আলোচনা চলছে রিলায়েন্স ও সারের মধ্যে। তবে ইতিমধ্যেই মুম্বই ইন্ডিয়ান্স (পুরুষ ও মহিলা দল), এমআই কেপটাউন, এমআই নিউইয়র্ক, এমআই এমিরেটসের পর ষষ্ঠ দল হিসাবে রিলায়েন্সের হাতে এল লন্ডনের এই ক্রিকেট দল।
প্রসঙ্গত, ইংল্যান্ডের এই ক্রিকেট প্রতিযোগিতায় ম্যাঞ্চেস্টারের দলের ৭০ শতাংশ মালিকানা রয়েছে কলকাতার আরপিএসজি গ্রুপের কাছে। সান টিভি নেটওয়ার্কের কাছে রয়েছে নর্দান সুপারচার্জার্সের সম্পূর্ণ মালিকানা।
এদিকে, ভারতীয় ক্রিকেট বোর্ড নয়া উদ্যোগ নিয়েছে। ভারতীয় ক্রিকেটারদের সংস্থার সদস্যরা প্রয়াত হলে তাঁদের পরিবারকে আর্থিক সাহায্য করা হবে। এক লক্ষ টাকা এককালীন দেবে বোর্ড। বেঙ্গালুরুতে ক্রিকেটারদের সংস্থার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে তাদের আলোচনা হয়েছে। এখনও বোর্ডের সিলমোহর না পেলেও এই সুবিধা যে প্রয়াত ক্রিকেটারের পরিবারেরা পাবে, তা নিশ্চিত করেছে ক্রিকেটারদের সংস্থা।
আরও পড়ুন: দিলেন বিশেষ উপহার, কিশোরী ভক্তের মন জিতে নিলেন হিটম্যান
জানা গেছে, প্রথম পর্যায়ে ৫০ জন প্রয়াত ক্রিকেটারের পরিবার এই সুবিধা পাবে। ক্রিকেটারদের সংস্থা জানিয়েছে, তাদের সদস্য ছাড়া অবশ্য এই সুবিধা পাওয়া যাবে না। ইতিমধ্যেই অনেক প্রয়াত ক্রিকেটারের পরিবারকে আর্থিক সাহায্য করেছে সংস্থা। তারা বোর্ডের এই নতুন এককালীন সুবিধা আর পাবে না।
ক্রিকেটারদের সংস্থা এক বিবৃতিতে জানিয়ে দিয়েছে, ‘ভারতীয় ক্রিকেটে অবদানের জন্য ক্রিকেটারদের পরিবারের পাশে আমরা রয়েছি। যে কোনও প্রয়োজনে তাদের সাহায্য করা হবে। আমাদের কর্তব্য আমরা পালন করব।’ যদি ভবিষ্যতে বোর্ড প্রয়াত ভারতীয় ক্রিকেটারদের স্ত্রীয়ের জন্য পেনশনের পরিকল্পনা করে, তখন হয়তো এই সুবিধা আর দেওয়া হবে না।
২০১৯ সালে তৈরি হয়েছিল ভারতীয় ক্রিকেটারদের সংস্থা। এই সংস্থাকে মান্যতা দিয়েছে বিসিসিআই। এই সংস্থায় এখন ১৭৫০ এর উপর ক্রিকেটার সদস্য হিসাবে রয়েছেন। তাঁদের মধ্যে ১৭০ জন ক্রিকেটার রয়েছেন যাঁদের বয়স ৬০ বছরের বেশি। কিন্তু বোর্ডের কাছ থেকে পেনশন বা অন্য কোনও সাহায্য তাঁরা পান না। তাঁদেরও ১ লক্ষ টাকা এককালীন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
