আজকাল ওয়েবডেস্ক: মেয়েদের বিশ্বকাপে ভারতে খেলতে এসে ভয়ঙ্কর অভিজ্ঞতা হল অস্ট্রেলিয়ার মহিলা দলের দুই ক্রিকেটারের। মধ্যপ্রদেশের ইনদোরে অজ্ঞাতপরিচয় দুই ব্যক্তির হাতে হেনস্থা হয়েছেন ওই দুই খেলোয়াড়। তাঁদের অভিযোগ, এক ব্যক্তি তাঁদের অনুসরণ করেন এবং বাইকে চেপে তাঁদের হেনস্থা করেন। অভিযোগের ভিত্তিতে শনিবার একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সংবাদ সংস্থা পিটিআই পুলিশের একটি সূত্রকে উদ্ধৃত করে নিজেদের প্রতিবেদনে জানিয়েছে, বৃহস্পতিবার সকালে ইনদোরের খাজারনা রোডে ঘটনাটি ঘটে। ওই দিন সকালে দুই ক্রিকেটার ব়্যাডিসন ব্লু হোটেল হোটেল থেকে বাইরে বেরিয়ে নিকটবর্তী একটি ক্যাফেতে যাচ্ছিলেন। এসআই নিধি রঘুবংশী জানিয়েছেন, দুই খেলোয়াড় অভিযোগ করেছেন যে, হোটেলের বাইরে পা রাখতেই মোটরসাইকেলে থাকা এক ব্যক্তি তাঁদের অনুসরণ করতে শুরু করেন। হঠাৎই ওই ব্যক্তি এক ক্রিকেটারকে অনুপযুক্তভাবে স্পর্শ করেন বলে অভিযোগ। এর পরেই অভিযুক্ত ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
ঘটনার সময়, যখন দুই খেলোয়াড় মানসিকভাবে অসুস্থ বোধ করছিলেন, তখন একটি গাড়িতে থাকা একজন ব্যক্তি তাঁদের সাহায্য করার জন্য এগিয়ে আসেন। তিনি খেলোয়াড়দের নিরাপদ স্থানে নিয়ে যান এবং তাৎক্ষণিকভাবে পুলিশকে খবর দেন। এই দ্রুত সহায়তা খেলোয়াড়দের স্বস্তি দেয় এবং পুলিশ তৎপর হয়।
আরও পড়ুন: ক্যাচ ধরতে গিয়ে চোট পেলেন শ্রেয়স, ব্যাট করতে পারবেন সিডনিতে? জেনে নিন বোর্ড কী বলছে
খেলোয়াড়রা তাৎক্ষণিকভাবে তাদের দলের নিরাপত্তার দায়িত্বে থাকা ড্যানি সিমন্সকে বিষয়টি সম্পর্কে অবহিত করেন। ড্যানি স্থানীয় নিরাপত্তা আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করেন এবং তাদের সহায়তার জন্য একটি গাড়ির ব্যবস্থা করেন। বৃহস্পতিবার রাতে অভিযোগ দায়ের করা হয় অস্ট্রেলিয়া দলের তরফ থেকে। অভিযোগ পাওয়ার পর, সহকারী পুলিশ কমিশনার হিমানী মিশ্র খেলোয়াড়দের সঙ্গে দেখা করেন। তাদের বক্তব্য রেকর্ড করা হয় এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়। ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস)-এর ধারা ৭৪ (একজন মহিলার শালীনতা ক্ষুণ্ন করার জন্য অপরাধমূলক বলপ্রয়োগ) এবং ৭৮ (পিছু নেওয়া) এর অধীনে এমআইজি পুলিশ স্টেশনে একটি এফআইআর দায়ের করা হয়।
তদন্ত নেমে প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা পুলিশ। সেখানে উপস্থিত একজন অভিযুক্তের বাইকের নম্বর লিখে রাখেন। সেই সূত্র ধরে এবং সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে পুলিশ অভিযুক্ত আকিল খানকে খুঁজে পায়। শুক্রবার তাঁকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, আকিলের বিরুদ্ধে এর আগেও একাধিক ফৌজদারি মামলা রয়েছে এবং আরও তদন্ত করা হচ্ছে।
এই ঘটনা বিদেশী খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে। শহরে বিশ্বকাপের ম্যাচ চলাকালীন, এই ঘটনা কেবল লজ্জাজনকই নয় বরং ভারতের এত প্রতিযোগিতা আয়োজনের ক্ষমতা নিয়েও প্রশ্ন তুলছে। পুলিশকর্তারা আশ্বাস দিয়েছেন যে, কঠোর ব্যবস্থা নেওয়া হবে। খেলোয়াড়দের শহরে থাকার সময় তাঁদের নিরাপত্তা নিশ্ছিদ্র করার ব্যবস্থা করা হচ্ছে।
