আজকাল ওয়েবডেস্ক: টি-২০ ক্রিকেটে বিশ্বসেরা দল বেছে নিলেন বাবর আজম। সবচেয়ে অবাক করার মতো বিষয় হল, সেই দলে সুযোগ পাননি বিরাট কোহলি এবং যশপ্রীত বুমরা। ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে অন্যতম সেরা এই দু'জন। সব ফরম্যাটেই সেরা বোলার বুমরা। কোহলিও টি-২০ তে সমান পারদর্শী। তারওপর আইপিএলে ছন্দে আছেন। দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রহকারী। কিন্তু দু'জনেই বাবরের দলে ঠাঁই পায়নি। একটি দেশ থেকে দুইয়ের বেশি ক্রিকেটার বাছার অনুমতি ছিল না। তাই ভারত থেকে রোহিত শর্মা এবং সূর্যকুমার যাদবকে বেছে নেন বাবর। হিটম্যান ছন্দে না থাকলেও, এই ফরম্যাটে তাঁর অবদান অনস্বীকার্য। অন্যদিকে টি-২০ ক্রিকেটে দীর্ঘদিন একনম্বর ব্যাটারের স্থান ধরে রাখেন সূর্য। সেই কারণেই এই দু'জনকে বেছে নেন। পাকিস্তানের একটি চ্যানেলের পডকাস্টে নিজের সেরা দল বেছে নেন তারকা ক্রিকেটার।
সম্প্রতি অনলাইনে বাবরকে ট্রোল করেন স্যাম বিলিংস। পিএসএলে সম্পূর্ণ বিপরীত দুটো রেকর্ডের উল্লেখ করে পাকিস্তানের প্রাক্তন অধিনায়ককে কটাক্ষ করেন ইংল্যান্ডের ব্যাটার। ১৯ বলে অর্ধশতরান করে পিএসএলে দ্রুততম অর্ধশতরানের রেকর্ড করেন বিলিংস। অন্যদিকে ৪৭ বলে অর্ধশতরান করেন বাবর। যা পিএসএলের ইতিহাসে সবচেয়ে মন্থর। ইনস্টাগ্রামে একটি ক্রিকেট পেজে দুটো বিপরীত রেকর্ড পোস্ট করা হয়। যা শেয়ার করেন বিলিংস। মাঝে সাময়িক বন্ধ থাকার পর আইপিএলের মতো ১৭ মে শুরু হচ্ছে পিএসএল। ফাইনাল ২৫ মে।
