আজকাল ওয়েবডেস্ক: মেয়েদের টি-২০ বিশ্বকাপের পরিবর্তিত সূচি প্রকাশ করল আইসিসি। নতুন সূচি অনুযায়ী ৬ অক্টোবর দুবাইয়ে হবে ভারত-পাকিস্তান মহারণ। গ্রুপ বিন্যাস একই আছে। ভারতের গ্রুপে রয়েছে ছ'বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, পাকিস্তান এবং শ্রীলঙ্কা। ৪ অক্টোবর দুবাইয়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে হরমনপ্রীতদের বিশ্বকাপ অভিযান শুরু। ৯ অক্টোবর শ্রীলঙ্কার মুখোমুখি ভারত। এই ম্যাচটিও দুবাইয়ে। ১৩ অক্টোবর শারজায় ভারত-অস্ট্রেলিয়া। সব মিলিয়ে মোট ২৩টি ম্যাচ। ৩ অক্টোবর মেয়েদের টি-২০ বিশ্বকাপ শুরু। ফাইনাল ২০ অক্টোবর। সেমিফাইনাল এবং ফাইনালের জন্য রিজার্ভ ডে রাখা হয়েছে।
প্রথমে মেয়েদের টি-২০ বিশ্বকাপ বাংলাদেশে হওয়ার কথা ছিল। কিন্তু বাংলাদেশের বর্তমান পরিস্থিতির বিচারে সেখানে বিশ্বকাপের মতো একটা বড় ইভেন্ট আয়োজন করা আশঙ্কার হত। তাই বিশ্বকাপ সরিয়ে নিয়ে যাওয়া হয় সংযুক্ত আরব আমিরশাহিতে। দুবাই এবং শারজায় হবে সমস্ত ম্যাচ। প্রত্যেক দল চারটে করে গ্রুপ ম্যাচ খেলবে। দুই গ্রুপের দুটো সেরা দল সেমিফাইনালে যাবে। ১৭ এবং ১৮ অক্টোবর সেমিফাইনাল। ভারত শেষ চারে উঠলে প্রথম সেমিফাইনালে খেলবে। বিশ্বকাপ শুরুর আগে ১০টা ওয়ার্ম আপ ম্যাচ খেলা হবে। ২৮ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত হবে ম্যাচগুলো।
