আজকাল ওয়েবডেস্ক:‌ আইপিএলের ইতিহাসে সর্বকনিষ্ঠ ক্রিকেটার তিনি। মাত্র ১৩ বছর বয়সেই নিলামে। এবং দলও পেয়ে গেল বৈভব সূর্যবংশী। মাত্র ৩০ লক্ষ টাকা বেস প্রাইস থেকে ১ কোটি ১০ লক্ষ টাকায় বিহারের ক্রিকেটারকে কিনে নিয়েছে রাজস্থান রয়্যালস।


ইতিমধ্যেই বিহারের হয়ে প্রথম শ্রেণির ম্যাচ খেলে ফেলেছে বৈভব। ভারতের অনূর্ধ্ব–১৯ দলের হয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলে শতরানও করেছে সে। ২০২৪ সালেই বৈভবকে অনূ্র্ধ্ব ১৯ ভারতীয় দলে সুযোগ দেওয়া হয়।


বিহারের সমস্তিপুর জেলা থেকে ১৫ কিলোমিটার দূরে মোতিপুর গ্রামে বাড়ি বৈভবের। বাবা সঞ্জীব সূর্যবংশী ছেলেকে বরাবর ক্রিকেটে উৎসাহ দিয়ে এসেছেন। সেই বৈভবের বিরুদ্ধেই উঠেছিল বয়স ভাঁড়ানোর অভিযোগ। অনেকেরই বিশ্বাস বৈভবের বয়স ১৫। এর ব্যাখ্যা দিয়েছেন তাঁর বাবা। বলেছেন, ‘‌বৈভবের যখন সাড়ে আট বছর বয়স, তখন বিসিসিআইয়ের বোন টেস্টের মুখোমুখি হতে হয়েছিল বৈভবকে। আর ইতিমধ্যেই বৈভব অনূর্ধ্ব ১৯ ভারতীয় দলে খেলে ফেলেছে। তাই কাউকেই আর ভয় পাই না। প্রয়োজনে ফের বয়সের পরীক্ষায় বসতে প্রস্তুত বৈভব।’‌ 


ছেলের এই সাফল্যের পিছনে বিহার ক্রিকেট সংস্থা ও সভাপতি রাজীব তিওয়ারির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে জানান সঞ্জীব। সোশ্যাল মিডিয়ায় বৈভবকে প্রশংসায় ভরিয়ে দিয়ে রাজীব তিওয়ারি বলেছেন, ‘‌এই অল্প বয়সে বৈভব অবিস্মরণীয় কৃতিত্ব অর্জন করেছে। এটা গর্বের।’‌