আজকাল ওয়েবডেস্ক: বুধবার রাতে ভিনেশ ফোগাতের আবেদন খারিজ করে দেয় আন্তর্জাতিক ক্রীড়া আদালত। ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের আইনজীবী ভিধুস্পত সিংহানিয়া জানান, শুধু এক লাইনের অর্ডার এসেছে। বিস্তারিত কিছু জানানো হয়নি। কেন তাঁর আবেদন মঞ্জুর করা হল না, সেই বিষয়েও কিছু উল্লেখ নেই। আইওএর আইনজীবী জানান, ৩০ দিনের মধ্যে আন্তর্জাতিক ক্রীড়া আদালতের সিদ্ধান্তের বিরুদ্ধে আবেদন করা যাবে। সুইস ফেডারেল ট্রাইবুনালে আবেদন করতে হবে। ভিধুস্পত সিংহানিয়া বলেন, 'বিস্তারিত অর্ডার এখনও আসেনি। মাত্র এক লাইনের একটা অর্ডার এসেছে। যেখানে লেখা, ওর আবেদন খারিজ করে দেওয়া হয়েছে। তবে কেন আবেদন খারিজ করা হল, তার কারণ জানানো হয়নি। এত সময় কেন নেওয়া হল, সেই বিষয়েও কিছু জানানো হয়নি। ওর আবেদন খারিজের খবরে আমরা সবাই অবাক এবং হতাশ। আশা করছি ১০-১৫ দিনের মধ্যে বিস্তারিত অর্ডার এসে যাবে। আন্তর্জাতিক ক্রীড়া আদালতের সিদ্ধান্তের বিরুদ্ধে ৩০ দিনের মধ্যে সুইস ফেডারেল ট্রাইবুনালে আবেদন করা যাবে। বিস্তারিত হাতে পাওয়ার পর ৩০ দিনের সময়সীমা শুরু হবে। হরিশ সালভে আমাদের সঙ্গে আছে। উনি আমাদের সাহায্য করবে। আমরা ওনার সঙ্গে বসে আবেদনের ড্রাফট বানিয়ে ফাইল করব।'
ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন অনুযায়ী, মঙ্গলবার রায় জানানোর কথা ছিল। কিন্তু পিছিয়ে ১৬ আগস্ট করে দেওয়া হয়। যদিও তার আগেই বুধবার সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হল। মাত্র ১০০ গ্রামের জন্য অলিম্পিক থেকে বাতিল হতে হয় ভিনেশকে। তারপর আন্তর্জাতিক অলিম্পিক সংস্থার কাছে আবেদন করে কোনও লাভ হয়নি। শেষমেষ আন্তর্জাতিক ক্রীড়া আদালতে আবেদন করেছিলেন ভারতীয় কুস্তিগির। কিন্তু সেই আবেদনও খারিজ হয়ে যায়। এবার কি আবার নতুন করে সুইস ফেডারেল ট্রাইবুনালে আবেদন করবেন ভিনেশ?
ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন অনুযায়ী, মঙ্গলবার রায় জানানোর কথা ছিল। কিন্তু পিছিয়ে ১৬ আগস্ট করে দেওয়া হয়। যদিও তার আগেই বুধবার সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হল। মাত্র ১০০ গ্রামের জন্য অলিম্পিক থেকে বাতিল হতে হয় ভিনেশকে। তারপর আন্তর্জাতিক অলিম্পিক সংস্থার কাছে আবেদন করে কোনও লাভ হয়নি। শেষমেষ আন্তর্জাতিক ক্রীড়া আদালতে আবেদন করেছিলেন ভারতীয় কুস্তিগির। কিন্তু সেই আবেদনও খারিজ হয়ে যায়। এবার কি আবার নতুন করে সুইস ফেডারেল ট্রাইবুনালে আবেদন করবেন ভিনেশ?
