আজকাল ওয়েবডেস্ক: দেশের ৭৯তম স্বাধীনতা দিবস উপলক্ষে ভারতীয় সেনাবাহিনীকে কুর্নিশ জানালেন বিরাট কোহলি। ইনস্টাগ্রামে একটি পোস্ট করেন তারকা ক্রিকেটার। সেই পোস্টে লেখেন, 'আমরা আজ স্বাধীনভাবে হাসতে পারছি কারণ ওরা অত্যন্ত সাহসিকতার সঙ্গে দাঁড়িয়ে আছে। স্বাধীনতা দিবস উপলক্ষে আমরা সেনাদের আত্মত্যাগকে কুর্নিশ জানাই। ভারতীয় হিসেবে গর্বিত। জয় হিন্দ।' স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানান শচীন তেন্ডুলকর। সংক্ষিপ্ত বার্তার নিজের এক্স হ্যান্ডেলে মাস্টার ব্লাস্টার লেখেন, 'শুভ স্বাধীনতা দিবস। জয় হিন্দ।' একতা এবং শান্তিপূর্ণ ভবিষ্যতের বার্তা দেন আইসিসি চেয়ারম্যান জয় শাহ। জাতীয় দলের পতাকা নিয়ে নিজের ছবি পোস্ট করেন রোহিত শর্মা। টি-২০ বিশ্বকাপ জয়ের পর তোলেন এই ছবি। আরও কয়েকজন ভারতীয় ক্রিকেটার সোশ্যাল মিডিয়ায় স্বাধীনতা দিবসের বার্তা দেন। সূর্যকুমার যাদব লেখেন, 'শুভ স্বাধীনতা দিবস, ভারত। সবসময় জয়ের আপ্রাণ চেষ্টা করছি।' বীরেন্দ্র শেহবাগ, মিতালি রাজও স্বাধীনতা দিবসের বার্তা দেন।
ক্রিকেটাররা সোশ্যাল মিডিয়ায় বার্তা দেন। আরও একধাপ এগিয়ে গিয়েছেন মনু ভাকের। নিজের ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন অলিম্পিকের জোড়া পদকজয়ী। তাতে ভায়োলিনে জাতীয় সঙ্গীত বাজাতে দেখা যায় তাঁকে। প্রতিবার দেশকে প্রতিনিধিত্ব করার সময় পোডিয়ামে দাঁড়িয়ে জাতীয় সঙ্গীত শুনতে চান। অর্থাৎ, ভারতের হয়ে পদক জেতার উল্লেখ করেন মনু। ইনস্টাগ্রামে মনু লেখেন, 'একটা সুর বাজানোর চেষ্টা যা আমার হৃদয়ের খুব কাছে। যখনই দেশকে প্রতিনিধিত্ব করি, পোডিয়ামে দাঁড়িয়ে এই গানটা শুনতে চাই। সাধারণত আমরা বসে ভায়োলিন বাজাই। কিন্তু এবার ইচ্ছাকৃতভাবেই দাঁড়িয়ে জাতীয় সঙ্গীত বাজালাম। এটা দেশকে শ্রদ্ধা জানানো। যা কথায় ব্যক্ত করা যাবে না। জয় হিন্দ।' ক্রীড়াবিদদের মধ্যে মনুর এই পোস্ট মন ছুঁয়ে যায়। প্রসঙ্গত, শুক্রবার প্রধানমন্ত্রীর পতাকা উত্তোলন দিয়ে স্বাধীনতা দিবসের সূচনা হয়। সঙ্গে ছিলেন ফ্লায়িং অফিসার রশিকা শর্মা। এবছরের থিম 'নয়া ভারত'। ২০৪৭ সালের মধ্যে লক্ষ্য 'বিকশিত ভারত।' রেড ফোর্ট থেকে সোশ্যাল মিডিয়া, বার্তা স্পষ্ট। অতীতের আত্মত্যাগ ভবিষ্যতের সম্বল।
প্রসঙ্গত, স্বাধীনতা দিবসের আগেই সকলকে হর ঘর তিরঙ্গায় অংশ নিতে বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নিজের সামাজিক মাধ্যমের ডিপিতে তিরঙ্গার ছবি দেন প্রধানমন্ত্রী। এবার দেশ ৭৯তম স্বাধীনতা দিবস পালন করবে। সকলকেই এবার হর ঘর তিরঙ্গায় অংশ নিতে হরঘরতিরঙ্গা ডট কমে যোগ দিতে বলেন প্রধানমন্ত্রী। ১৯৪৭ সালের ১৫ আগস্ট স্বাধীনতা লাভ করেছিল ভারত। ব্রিটিশদের হাত থেকে সেদিন দেশ স্বাধীন হয়েছিল। বহু দেশপ্রেমীদের বলিদানের ফলে সেদিন দেশ স্বাধীনতা পেয়েছিল। ২৮ জুলাই নিজের ১১২তম মন কি বাতে দেশবাসীকে ইতিমধ্যেই হর ঘর তিরঙ্গায় অংশ নিতে অনুরোধ করেছেন। এখানেই শেষ নয়, নিজের এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী লেখেন, 'ফের স্বাধীনতা দিবস আসছে। হরঘরতিরঙ্গায় অংশ নেওয়ার ফের সময় এসেছে। আমি নিজের প্রোফাইল ছবি পরিবর্তন করছি। সকলকেই এই অভিযানে অংশ নিতে বলছি।' প্রধানমন্ত্রীর এই বার্তার পরই ঝড়ের বেগে নিজেদের প্রোফাইল ছবি পরিবর্তন করেছেন সকলে। বিজেপি নেতা এবং সমর্থকরা ইতিমধ্যেই নিজেদের প্রোফাইল ছবি পরিবর্তন করেছেন।
