আজকাল ওয়েবডেস্ক: আরও একবার বিরাট কোহলি। আরও একবার চেজমাস্টারের কামাল। ব্যাক টু ব্যাক ম্যাচের সেরা। শতরান না পেলেও অস্ট্রেলিয়া বধের মূল কারিগর তিনিই। পাকিস্তানের পর অস্ট্রেলিয়া। বর্ডার-গাভাসকর ট্রফিতে ব্যর্থতা নিয়ে কত না সমালোচনা হয়েছিল। যোগ্য জবাব দিলেন কোহলি। দলকে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে তোলার পর জানালেন, পাকিস্তানের ম্যাচের সঙ্গে এদিনের ম্যাচের মিল ছিল। পরিবেশ এবং পরিস্থিতি অনুযায়ী, পার্টনারশিপ গড়া এবং স্ট্রাইক রোটেট করাই তাঁর মূল লক্ষ্য ছিল। কোহলি বলেন, 'পাকিস্তান ম্যাচের সঙ্গে এদিনের মিল ছিল। পরিস্থিতি বুঝে স্ট্রাইক রোটেট করাই আমার প্রধান লক্ষ্য ছিল। কারণ এই উইকেটে পার্টনারশিপ গুরুত্বপূর্ণ। সবকিছু পরিস্থিতির ওপর নির্ভর করছিল। সেইভাবে নিজের ইনিংস সাজাই। আমি তাড়াহুড়ো করিনি। সিঙ্গলস নিয়ে খুশি ছিলাম।' 

তারকা ক্রিকেটার জানান, চাপ সামলানোর ক্ষমতা দুই দলের মধ্যে পার্থক্য গড়ে দিয়েছে। কোহলি বলেন, 'ক্রিকেট চাপের খেলা। যদি খতিয়ে দেখা হয়, চাপের মুখে মাথা নুইয়ে দিয়েছে প্রতিপক্ষ। কিন্তু স্নায়ু ধরে রাখা গুরুত্বপূর্ণ। রানরেট ওভার প্রতি ছয় হয়ে গেলেও, আমি একটুও টেনশন করিনি।' একটুর জন্য শতরান হাতছাড়া হয়েছে। ৮৪ রানে আউট হন। কিন্তু তার বিন্দুমাত্র আফশোস নেই। মাথা ঠান্ডা রেখে শিট অ্যাঙ্করের ভূমিকা পালন করেন। সেরা পাঁচ  ইনিংসের মধ্যে কি এটা থাকবে? কোহলি বলেন, 'আমি সেটা জানি না। আপনারা বলতে পারবেন। আমি এইসব দিকে নজর দিই না। মাইলস্টোন নিয়ে না ভাবলে, স্বাভাবিকভাবেই হয়ে যায়। তিন অঙ্কে পৌঁছতে পারলে দারুণ হত। তবে জয়টাই গুরুত্বপূর্ণ। আমার কাছে এখন আর বাকি জিনিসগুলোর মূল্য নেই।' চ্যাম্পিয়ন্স ট্রফি প্রমাণ করে দিল, কোহলি রয়েছেন কোহলিতেই।