আজকাল ওয়েবডেস্ক: ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজের আগেই লাল বলের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন বিরাট কোহলি। বিসিসিআই কর্তাদের শত অনুরোধেও কর্ণপাত করেননি। কিন্তু ভারতীয় দল থেকে নিজেকে সম্পূর্ণভাবে সরিয়ে নিতে পারেননি। টেস্ট দলে না থাকলেও লন্ডনে নিজের বাড়িতে আছেন তারকা ক্রিকেটার। একটি রিপোর্ট অনুযায়ী, শুভমন গিল, ঋষভ পন্থ, মহম্মদ সিরাজ সহ দলের আরও কয়েকজনকে লন্ডনের বাড়িতে আমন্ত্রণ জানান কোহলি। ভারত-ইংল্যান্ড সিরিজ শুরুর তিনদিন আগে একটি সন্ধে বিরাটের বাড়িতে কাটালেন গিল-পন্থরা।‌ একটি ওয়েবসাইটের রিপোর্ট অনুযায়ী, কয়েকঘণ্টা তাঁরা কোহলির বাড়িতে কাটান। তবে কোনও ছবি প্রকাশ্যে আসেনি। 

শুভমন গিলের নেতৃত্বে নতুন সূর্যোদয়ের অপেক্ষায় ভারতীয় ক্রিকেট। ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ নিয়ে বিভক্ত ক্রিকেটমহল। নানা মুনির নানা মত। ম্যাথিউ হেডেন মনে করেন, লিডস এবং ম্যাঞ্চেস্টারে জিততে পারলে, সিরিজ টিম ইন্ডিয়ার। তবে ভিন্ন মত ডেল স্টেইনের। তাঁর ভবিষ্যদ্বাণী, পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ ৩-২ এ জিতবে ইংল্যান্ড। টিম ইন্ডিয়াকে উড়িয়ে না দিলেও, ইংল্যান্ডকে এগিয়ে রাখলেন স্টেইন। বলেন, 'তরুণ দল। আমার মনে হয়, ইংল্যান্ড সিরিজ জিতবে। তবে ভারত লড়াই করবে। একটা বা দুটো টেস্টে হয়ত ভারত জিতবেও। সবকটা ম্যাচ কঠিন হবে। তবে সব ম্যাচেরই রেজাল্ট হবে। আমার মতে, ইংল্যান্ড ৩-২ এ জিতবে।' অন্যদিকে হেডেন বলেন, 'আমার মনে হয়, ইংল্যান্ডের বোলাররা তেমন ভাল নয়। অনেকেই অবসর নিয়েছে। তারওপর অনেকের চোট আছে। এটাই ওদের কাছে চ্যালেঞ্জ। নর্দার্ন টেস্ট ম্যাচগুলো চাবিকাঠি। সেটা জিততে পারলে, সিরিজ জেতার সম্ভাবনা থাকবে।' বিরাট কোহলি, রোহিত শর্মার অবসরে অনেকেই ইংল্যান্ডকে ফেভারিট মনে করছে।