আজকাল ওয়েবডেস্ক: বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট খেলতে মঙ্গলবার কানপুর পৌঁছেছেন বিরাট কোহলি। প্রত্যাশা মতোই তাঁকে স্বাগত জানাতে ভিড় জমায় হোটেলের কর্মচারীরা। তারকা ক্রিকেটারের একটা ঝলক পাওয়ার জন্য উদগ্রীব ছিল সকলেই। এই চিত্র নতুন নয়। তবে কখনও তাঁদের দেখার উপচে পড়া ভিড় দেখে অপ্রস্তুত হয়ে যায় ক্রিকেটাররা। মঙ্গলবার কানপুরের হোটেলে তেমনই এক পরিস্থিতির সম্মুখীন হলেন বিরাট কোহলি। হোটেলের একজন স্টাফ তাঁকে ফুলের স্তবক দেয়। আরেকজন তারকা ক্রিকেটারের সঙ্গে হাত মেলানোর চেষ্টা করেন। ঘটনার পরিপ্রেক্ষিতে মজাদার উত্তর দেন কোহলি। বলেন, 'স্যার, মাত্র দুটোই হাত আছে।' যাতে ক্লিন বোল্ড সংশ্লিষ্ট হোটেল কর্মী। একটি হাতে ল্যাপটপ ধরে ছিলেন বিরাট, অন্য হাতে ছিল ফুলের স্তবক। তাই হ্যান্ডশেক করা সম্ভব হয়নি। সেই প্রসঙ্গেই এমন বলেন বিরাট। তারপর সবাইকে ধন্যবাদ বলে ভেতরে প্রবেশ করেন।
চেন্নাইয়ে বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টে সাফল্য পাননি কোহলি। দুই ইনিংসে ৬ এবং ১৭ রান করেন। হাসান মাহমুদ এবং মেহদি হাসান মিরাজ তাঁর উইকেট নেন। এদিন কোহলির পাশাপাশি কানপুরের হোটেলে পৌঁছন গৌতম গম্ভীর এবং ঋষভ পন্থ। শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের সিরিজ হারলেও টেস্টে জয় দিয়েই শুরু করেন গুরু গম্ভীর। হেড কোচ হিসেবে প্রথম টেস্টে ২৮০ রানে জেতে ভারত। শতরান দিয়ে টেস্টে প্রত্যাবর্তন করেন ঋষভ পন্থ। ১০৯ রান করেন ভারতের উইকেটকিপার ব্যাটার। শুক্রবার শুরু দ্বিতীয় টেস্ট।
