আজকাল ওয়েবডেস্ক:‌ বাবা তুমি অবসর ভেঙে ফিরে এস। বাবা বিরাটকে এভাবেই অনুরোধ করল পুত্র অকায়। আইপিএল চলাকালীন গত মাসেই টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন বিরাট কোহলি। আপাতত তিনি শুধু ভারতের হয়ে এক দিনের ক্রিকেটই খেলবেন। এদিকে কোহলিকে অবসর ভেঙে আবার ক্রিকেটে ফিরে আসার অনুরোধ করেছে তার পুত্র অকায়।


রবিবার পিতৃদিবসে নিজের ইনস্টাগ্রামে একটা ছবি পোস্ট করেন অনুষ্কা শর্মা। বিরাট–পত্নীর সেই পোস্টে ছিল একটা ছবি। তাতে লেখা, ‘‌টেস্ট অবসর ভেঙে ফিরে এসো। পিতৃদিবসের শুভেচ্ছা।’‌ তলায় ভাঙা ভাঙা হাতে অকায়ের নাম লেখা ছিল।


যদিও এই পোস্ট করার কিছুক্ষণের মধ্যেই তা মুছে দেন অনুষ্কা। তার মাঝেই তা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায। অকায়ের বয়স এখন এক বছর চার মাস। এই বয়সে সে কীভাবে লিখল সেই প্রশ্ন তুলেছেন অনেকে। কেউ বলেছেন, দেখে বোঝা যাচ্ছে ওপরের কথাগুলো অন্য কারও লেখা। এই বয়সে নিজের নাম লেখাও সম্ভব নয় বলে মন্তব্য তাঁদের। 


এদিকে, রবিবার পিতৃদিবসে বাবা প্রেম সিং কোহলির সঙ্গে নিজের ছোটবেলার একটি ছবি পোস্ট করেন কোহলি। সঙ্গে লেখেন, ‘‌উনি আমাকে শিখিয়েছিলেন জীবনে কোনও দিন শর্টকাট বা প্রভাবের উপর নির্ভর না করতে। কারণ আপনার মধ্যে সত্যিই প্রতিভা থাকলে, কঠোর পরিশ্রমেই সেটা বোঝা যাবে। আপনার মধ্যে যদি পরিশ্রম করার ইচ্ছা না থাকে, তা হলে আপনি হয়তো সেটার যোগ্যই নন।’‌ 


এদিকে নজর কেড়েছে ভামিকার চিঠি। কোহলির উদ্দেশে ভামিকা লিখেছে, ‘‌ও আমার ভাইয়ের মতো। খুব মজা করে। আমাকে সুড়সুড়ি দেয়। আমি ওর সঙ্গে রূপচর্চা করি। আমি ওকে খুব ভালবাসি। ও–ও আমাকে খুব ভালবাসে।’‌ ভামিকার সেই চিঠি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। চার বছর পাঁচ মাসের ভামিকার পক্ষে চিঠি লেখা সম্ভব। কিন্তু অকায়ের চিঠি নিয়ে শুরু হয়েছে বিতর্ক।