আজকাল ওয়েবডেস্ক:‌ পাকিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে যেতেই বাবরদের তীব্র সমালোচনা করেছিলেন কিংবদন্তি পাক পেসার ওয়াসিম আক্রাম। গ্রুপের ম্যাচে পরপর নিউজিল্যান্ড, ভারতের কাছে হারের পর খাবার নিয়ে পাক ক্রিকেটারদের সমালোচনা করেছিলেন আক্রাম। বলেছিলেন, ‘‌একটি বা দুটো জলপানের বিরতির পরেই ক্রিকেটারদের জন্য প্লেটভর্তি কলা প্রস্তুত রাখা হয়েছে। এত কলা তো মনে হয় বাঁদররাও খায় না। আমাদের অধিনায়ক ইমরান খান হলে মারধর করতেন।’‌ 


এক ক্রিকেট ভক্ত আক্রামের এই মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন। কেন তিনি ক্রিকেটারদের খাওয়া নিয়ে মন্তব্য করলেন সেই প্রশ্ন তুলেছেন। ওই ভক্ত বলেছেন, ‘‌বিশ্লেষণের নামে এই ধরনের বোকা বোকা মন্তব্য করা বন্ধ হোক। খেলা নিয়ে আলোচনা হোক। ছবির ডায়লগ নিয়ে আলোচনা বন্ধ হোক। এটা খুব বিরক্তিকর।’‌


আক্রামও ওই ভক্তকে জবাব দিয়েছেন। বলেছেন, ‘‌স্যর আমি আপনার শিশুদের জন্য অনুভব করছি। আপনি নিশ্চয়ই লাঠি দিয়ে তাদের মারছেন।’‌


এদিকে, যুবরাজ সিংয়ের বাবা যোগরাজ সিংও আক্রামের এই মন্তব্যের সমালোচনা করেছেন। বলেছেন, ‘‌এই ধরনের মন্তব্যের জন্য কড়া পদক্ষেপ নেওয়া উচিত। এই ধরনের মন্তব্য সহ্য করা যায় না। আমি প্রধানমন্ত্রী হলে বলতাম, ব্যাগ গুছিয়ে দেশ ছাড়ো।’‌