আজকাল ওয়েবডেস্ক: মুম্বাইয়ের ব্র্যাবোর্ন স্টেডিয়ামে আগামী শনিবার অনুষ্ঠিত হতে চলেছে উইমেন্স প্রিমিয়ার লিগের ফাইনাল। মুখোমুখি হবে মুম্বাই ইন্ডিয়ান্স এবং দিল্লি ক্যাপিটালস। হাই-ভোল্টেজ ম্যাচের আগে মঞ্চ কাঁপাবেন বলিউড সেনসেশন নোরা ফতেহি। মুম্বাই ইন্ডিয়ান্স এবং দিল্লি ক্যাপিটালসের ফাইনালের আগে নোরার পারফরম্যান্স দেখতে যে আগেই ভিড় জমাবেন দর্শকরা তা একপ্রকার নিশ্চিত। উইমেন্স প্রিমিয়ার লিগের অফিসিয়াল ইনস্টাগ্রাম পেজে জানানো হয়েছে, ‘নোরা ফাতেহি এবার উইমেন্স প্রিমিয়ার লিগে নিয়ে আসছেন গ্ল্যামার আর এনার্জি! এই পারফরম্যান্স ভোলার নয়’।
বিশেষজ্ঞ মহলের মতে, একের পর এক হিট গান এবং নোরার নাচ নিশ্চিতভাবেই ম্যাচের উত্তেজনা আরও বাড়িয়ে তুলবে। প্রসঙ্গত, এবারের উইমেন্স প্রিমিয়ার লিগের ফাইনালে ২০২৩ সালের পুনরাবৃত্তি দেখতে চলেছে মুম্বাই। সেবার মুম্বইয়ের কাছে পরাজিত হয়েছিল মেগ ল্যানিংয়ের দিল্লি ক্যাপিটালস। এবার সেই পরাজয়ের প্রতিশোধ নিতে মরিয়া দিল্লি। যারা প্রথম দুই মরশুমের মতো এবারও পয়েন্ট তালিকার শীর্ষে থেকে ফাইনালে পৌঁছেছে। আট ম্যাচের মধ্যে পাঁচটি জয় তুলে নিয়ে ১০ পয়েন্ট ও +০.৩৯৬ নেট রান রেট নিয়ে তারা ফাইনালের টিকিট নিশ্চিত করেছে।
