আজকাল ওয়েবডেস্ক: ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির ঘোষিত বিরোধী তিনি। ছেলে যুবরাজ সিংয়ের কেরিয়ার নষ্ট করার জন্য ধোনিকেই দায়ি করে থাকেন যোগরাজ সিং। 

এবার ধোনির সঙ্গে সঙ্গে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের নির্বাচকদেরও একহাত নিলেন। ২০১১-র  বিশ্বজয়ী দলের সাত সদস্যের কেরিয়ার ধ্বংস করার জন্য যোগরাজ ছেড়ে কথা বললেন না সেই সময়ের নির্বাচকদের। 

সম্প্রতি ইনসাইডস্পোর্ট-কে দেওয়া এক সাক্ষাৎকারে যোগরাজকে বলতে শোনা গিয়েছে, ''এই ছেলেগুলোকে বিনা কারণে শেষ করা হয়েছে। ওদের নর্দমায় নিক্ষেপ করা হয়েছিল।'' 

গৌতম গম্ভীর, যুবরাজ সিং, হরভজন সিং, জাহির খান, মহম্মদ কাইফ, ভিভিএস লক্ষ্ণণ ও রাহুল দ্রাবিড়ের কথা তিনি বলেন। এঁদের মধ্যে লক্ষ্ণণ ও দ্রাবিড় টেস্ট ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেন। বাকিরা ধীরে ধীরে ভারতীয় ক্রিকেট থেকে সরে যান। 

২০১১ বিশ্বকাপ জেতার অন্যতম কারিগর ছিলেন গৌতম গম্ভীর, হরভজন সিং, যুবরাজ সিং-য়ের মতো ক্রিকেটার। ২০১৫ সালের বিশ্বকাপে দেখা যায়নি ২০১১-র বিশ্বজয়ী দলের অনেককেই। 

অস্ট্রেলিয়া থেকে টেস্ট সিরিজ ৪-০ হেরে আসার পরে ধোনির নেতৃত্ব প্রায় যায় যায়। যোগরাজের মতে, সেই সময়ে নির্বাচক কমিটি ধোনিকে নেতৃত্ব থেকে সরাতে চেয়েছিল। কিন্তু সেই সময়ে বোর্ড প্রেসিডেন্ট এ শ্রীনিবাসন সেই সিদ্ধান্ত বাস্তবায়িত হতে দেননি। যোগরাজ আলাদা করে মহিন্দর অমরনাথের কথা উল্লেখ করেছিলেন। 

উল্লেখ্য, ২০১২ সালে এক টিভি সাক্ষাৎকারে অমরনাথ জানিয়েছিলেন নির্বাচকদের স্বাধীন ভাবে কাজ করতে দেওয়া হয় না।