আজকাল ওয়েবডেস্ক: মহেন্দ্র সিং ধোনির ঘোষিত সমালোচক তিনি। অতীতে একাধিকবার এমএস ধোনির বিরোধিতা করতে দেখা গিয়েছে তাঁকে। তাঁর পুত্রর কেরিয়ার ধ্বংস করার নেপথ্য নায়ক নাকি রাঁচির রাজপুত্র।
সেই যোগরাজ সিং ফের ধোনির বিরুদ্ধে গর্জে উঠলেন। নির্বাচকদের বিরুদ্ধে সোচ্চার হন যোগরাজ। ইনসাইড স্পোর্টের সঙ্গে এক আলাপচারিতায় যোগরাজ বলেন, ''আমাদের সৌরভ গাঙ্গুলি, শচীন তেণ্ডুলকর, রাহুল দ্রাবিড়, ভিভিএস লক্ষ্মণ, জাভাগল শ্রীনাথ, অনিল কুম্বলে, ভাজ্জি, যুবি, বীরু, কাইফ, জাহিরের মতো ক্রিকেটার ছিল। সিনিয়র ও জুনিয়র খেলোয়াড়ের মিশেলে তৈরি করা হয়েছিল দল। সদ্ভাব ছিল সবার সঙ্গে। সেই কারণেই তরুণ ক্রিকেটারদের নেতৃত্ব দিতে পারত। আমরা কী করলাম? আমরা পুরো ঘর পুড়িয়ে ফেললাম। শুধুমাত্র একজনের জন্য। আমি তাঁর নাম নেব না। কোথায় সে এখন? দেখো কী হল।''
ধোনির নাম উচ্চারণ না করে যোগরাজ প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে ধোনি ও নির্বাচকদের দুষলেন। ভারতীয় ক্রিকেটের সিস্টেম বদলে দিয়েছেন ধোনি একাই। যোগরাজ বলছেন, ''ভালবাসা দিয়ে শচীন, যুবি, গম্ভীর, বীরুর মতো খেলোয়াড়দের পাওয়া যায়। ওরা চিরকালের তারকা।''
২০১১ বিশ্বকাপে ধোনির নেতৃত্বে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। কিন্তু তার পরই গোটা দল ভেঙে যায়। ২০১১-র চ্যাম্পিয়ন দলের অনেককেই দেখা যায়নি ২০১৫-র বিশ্বকাপে। যোগরাজ বলেন, ''বিসিসিআই নির্বাচকরা বিনা কারণেই এই ছেলেগুলোকে ধ্বংস করেন।''
