আজকাল ওয়েবডেস্ক: এশিয়া কাপে ভারত-পাক লড়াই নিয়ে চর্চা হচ্ছে। যুবরাজ সিংয়ের বাবা যোগরাজ সিং মনে করেন, পাকিস্তান ভারতের বিরুদ্ধে কোনও প্রতিদ্বন্দ্বিতাই গড়ে তুলতে পারবে না। পাকিস্তানের বিরুদ্ধে ভারত ফেভারিট হিসেবেই খেলতে নামছে।

যোগরাজের মতে, আইপিএল শুরু হওয়ার পর থেকেই দুই দলের মধ্যে পার্থক্যটা বিশাল আকার নিয়েছেআইপিএল খেলার পরে ভারতীয় ক্রিকেটারদের স্ট্যাটাসও বেড়ে গিয়েছে

আরও পড়ুন: পাকিস্তানের বিরুদ্ধে ভারতের দল কী হবে? সাংবাদিক বৈঠকে ফাঁস করলেন সহকারী কোচ

যোগরাজ বলছেন, ''পাকিস্তান কী করবে? ভারতের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় এঁটে উঠতে পারবে না। আইপিএলের আবির্ভাবের পর থেকে ভারতীয় প্লেয়াররা সব দিক থেকেই ফুলে ফেঁপে উঠেছে। ওরা টাকা পাচ্ছে। অর্থ রয়েছে আইপিএলে। এটা ভাল দিক। অর্থ থাকাটা জরুরিখেলোয়াড়দের অর্থ পাওয়াটা জরুরি। যেখানে অর্থ, সেখানে উন্নতি। সেখানে সমৃদ্ধি।''

যোগরাজ আরও বলেন, ''ভারত ও পাকিস্তানের মধ্যে কোনও তুলনাই হয় না। এটা সম্ভবই নয়। ওরা কাদায় খেলে। আর আমরা আকাশে। জমিন-আসমান পার্থক্য। দুটো কখনওই এসে মিশবে না।''

এদিকে ভারত-পাকিস্তানের লড়াইয়ের আগে প্রাক্তন পাক অধিনায়ক মিসবা উল হক আবার অন্য সুরে কথা বলছেন। মিসবা মনে করেন রোহিত ও কোহলির অভাব অনুভূত হবে ভারতের সাজঘরেমিসবা বলেন, ''শুরুতেই ভারত যদি দুটো উইকেট হারায়, তাহলে পাকিস্তানের সামনে ভাল সুযোগ রয়েছে। কারণ ভারতের এই দলে বিরাট কোহলি নেই। নতুনরা পাকিস্তানের এই বোলারদের খেলেইনিপাকিস্তানি বোলাররা যদি ভারতের টপ অর্ডারে শুরুতেই ভাঙন ধরাতে পারে, তাহলে সুযোগ রয়েছে পাকিস্তানের।''

মিসবা যতই কোহলি-খোঁচা দিন না কেন, তিরাশির বিশ্বজয়ী দলের সদস্য শ্রীকান্ত স্পষ্ট জানিয়ে দেন, ভারতের সঙ্গে লড়াই করতে পারবে না পাকিস্তান। সলমন আঘাদের ধর্তব্যের মধ্যেই ধরছেন না। ওমানের বিরুদ্ধে ৯৩ রানের জয়কে পাত্তাই দিচ্ছেন না। ওমান দলকে 'আঙ্কেলে ভরা দল' এর অ্যাখ্যা দেন ভারতের প্রাক্তন তারকা। দাবি করেন, পাকিস্তানের আসল লড়াই টিম ইন্ডিয়ার তরুণদের বিরুদ্ধে। শেষ ২৮ ম্যাচের মধ্যে ২৫টিতে জিতেছে ভারত। তারমধ্যে রয়েছে টি-২০ বিশ্বকাপভারতীয় ব্যাটিং লাইন আপের ভূয়সী প্রশংসা করেন। তার সঙ্গে পাকিস্তানের কোনও তুলনাই হয় না। 

মহারণের আগে পাকিস্তানের কিংবদন্তি ফাস্ট বোলার শোয়েব আখতার ভারতীয় দলের প্রশংসা করছেন। পাকিস্তানের একটি টিভি শোয়ে 'রাওয়ালপিণ্ডি এক্সপ্রেসজানান এই ভারতীয় দল বিশ্বের অন্যতম শক্তিদর টি-টোয়েন্টি দল।

 

শোয়েব বলেন, ''এটা একপ্রকার নিশ্চিত যে ওরা আধিপত্য প্রতিষ্ঠা করার চেষ্টা করবে। হাতুড়ির ঘা যেমন পড়ে, তেমনই ওরা পাকিস্তানকে পেটানোর চেষ্টা করবে। এটা খব সহজ সরল একটা ব্যাপার বললাম। আরও যদি বাড়িয়ে বলি, তাহলে বলব ফাইনালে ওরা আফগানিস্তানকে খেলতে চায়, পাকিস্তানকে নয়'' শোয়েব আখতার এই ধরনের বড় ম্যাচ বহু ম্যাচ খেলেছেন। তাঁর আগুনে গতির বোলিং সামলাতে রীতিমতো হিমসিম খাওয়ার অবস্থা হতো। সেই শোয়েব ভারতকে বহু এগিয়ে রাখছেন

আরও পড়ুন: 'যা মার মারবে ভারত...', পাকিস্তানকে সত্যিটা মনে করিয়ে দিলেন শোয়েব ...